সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিএসএফের গুলিতে হত বাংলাদেশি
#BorderSecurity#BSFAction#BangladeshBorder#IllegalCrossing#BorderIncident#NorthBengal#CrossBorderTensions#BorderSafety#SecurityForces#BSFUpdate#BorderPatrol#IntrusionAttempt#BorderConflict#crossbordercrime#asianews
বিএসএফ জওয়ানদের গুলিতে মৃত্যু হল এক বাংলাদেশির। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানা চৈনগর সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায়। মৃতের নাম ও পরিচয় জানা যায়নি।বিএসএফের সূত্রের খবর, বুধবার গভীর রাতে বেশ কয়েকজন বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করছিলেন। টহলরত বিএসএফ জওয়ানদের তা নজরে আসে। জওয়ানরা ওই বাংলাদেশিদের অনুপ্রবেশে বাধা দেয়। কিন্তু বিএসএফের বাধা উপেক্ষা করেই কাঁটাতার টপকে এদেশে ঢোকার চেষ্টা করেন বাংলাদেশিরা। বিএসএফ গুলি চালালে তা লাগে এক মাঝ বয়সি ব্যক্তির গায়ে। জওয়ানরা গুলি চালাচ্ছেন দেখে বাকিরা পালিয়ে যান।গুলিবিদ্ধ বাংলাদেশিকে বিএসএফ পরে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্মরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে সীমান্তে যায় হেমতাবাদ থানার পুলিশ৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও বিএসএফ।
উত্তরবঙ্গে বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতে বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশের চেষ্টা বাড়ছে। প্রায় প্রতিদিনই লুকিয়ে চুরিয়ে বিএসএফের নজর এড়িয়ে এদেশে ঢোকার চেষ্টা হয় বলে সূত্রের খবর। চোরাচালানেও যুক্ত থাকেন অনুপ্রবেশকারীরা।
+ There are no comments
Add yours