সুখটানেই আসক্ত মহিলারা পিছিয়ে নেই রাজ্যের মহিলারা
টিনএজ কিংবা ত্রিশ কোঠায় পৌঁছানো যুবতী সিগারেটের সুখটানেই বাজার কাঁপাচ্ছে লেডিস স্টাইল স্টেটমেন্ট। ম্যানিকিওর হাতে দামি মোবাইল ও অন্য দিকে সিগারেট, এসব না থাকলে ঠিক ‘ডিজিটাল’, ‘ডিজিটাল’ ফিলিং আসে না। স্বাস্থ্য সচেতন ছিপছিপে মেয়েটা ফেলুদা স্টাইলে সিগারেট ধরিয়ে টান কিংবা হুক্কা টানেই স্মার্টনেস খুঁজে পায়।এসব ছবি শুধু শহর কলকাতার নয় জেলার মেয়েরাও ধূমপানে আসক্ত হয়ে পড়ছে দিন দিন। এমনকী সমীক্ষা বলছে, পুরুষদের থেকেও মহিলা ধূমপায়ীর সংখ্যা আজকাল খুব বেশি। ফলে রাজ্যজুড়ে বাড়ছে বন্ধ্যত্ব, ফুসফুসের রোগ, ক্যানসারের মতো মারণ ব্যধি।
সময় পাল্টেছে পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে স্মোক করতে দেখা যাচ্ছে কলেজপড়ুয়া কিংবা সদ্য চাকরিতে যোগ দেওয়া এমনকি মধ্যবয়সী আধুনিকাদের। কিন্তু হঠাৎই বেড়ে যাওয়া মেয়েদের ধূমপান প্রবণতা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন চিকিৎসক মহল, স্কুল পালিয়ে সিগারেট ফোঁকার অভ্যাস আজকে ক্রনিক হয়ে দাঁড়িয়েছে। ১২ থেকে ১৮ অন্যদিকে ২৫ থেকে ৩০ থেকে ৪০ বছর, ধূমপানে পুরুষদের রীতিমতো টেক্কা দিচ্ছেন মহিলারা। অতিরিক্ত ধূমপানে অনিয়মিত হচ্ছে ঋতুস্রাব, মহিলাদের মধ্যে পাল্লা দিয়ে বাড়ছে সন্তান না হওয়ার প্রবণতা,হৃদ রোগের মতো সমস্যা।
বিদেশী মার্কিন ইউরোপে প্রায় ২৩ শতাংশ মহিলাই সিগারেটে আসক্ত। কিন্তু এখন তা হ্রাস পাচ্ছে দিনে দিনে কিন্তু আমাদের দেশের পরিসংখ্যান বলছে এ রাজ্যে ১৩-১৫ শতাংশ মহিলাই সিগারেট খান। সমীক্ষা বলছে, ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রায় ৪৭ শতাংশ মহিলা ধূমপানের কারণে একাধিক রোগে আক্রান্ত হয়েছিলেন যেমন ক্যানসার, হরমোনাল সমস্যা, স্ত্রীরোগ জনিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে, শুধুমাত্র সুখটানে আসক্তির কারণেই এই বছর বিশ্বে এক লক্ষেরও বেশি মহিলার মৃত্যু হয়। ২০২৫ সালে গিয়ে এই আসক্তি আরও ২০ শতাংশ বাড়বে বলেই মত গ্লোবাল অ্যাডাল্ট টোবাকো সার্ভের বিশেষজ্ঞদের।
জানা যাক ধূমপানের ফলে মেয়েদের শরীরে কী কী ক্ষতি হচ্ছে?
চিকিৎসকদের মতে সিগারেটের কু-প্রভাব সম্পর্কে আলাদা করে বলার কিছু নেই, তবে যেহেতু মহিলাদের শরীরের গঠন পুরুষদের থেকে অনেকটাই আলাদা তাই ক্ষতির পরিমাণটাও অনেক বেশি।
সর্ব প্রথম রক্ত সঞ্চালন কমে গিয়ে বাড়ে হৃদরোগের সম্ভাবনা,
ফুসফুসের রোগ,
অনিয়মিত ঋতুস্রাব,অকালেই মেনোপজ এবং সন্তান না হওয়ার মতো অক্ষমতা বাড়ছে দিন দিন।
গর্ভপাত থেকে বন্ধ্যাত্ব
ধূমপানে বাড়ে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের আশঙ্কা। অর্থাৎ পা-সহ শরীরের বিভিন্ন অংশের রক্তবাহী ধমনিতে কোলেস্টেরলের প্রলেপ জমে রক্ত চলাচল কমে যায়।
মহিলাদের মধ্য বয়সে
নেশার থেকেও বেশি মাথা চাড়া দেয় মানসিক সমস্যা। ভারত বর্ষের বিভিন্ন রাজ্যের ২০ শতাংশ মহিলা ধূমপানে আসক্ত। শুনলে অবাক হবেন আমাদের এ রাজ্যের ৪৭ শতাংশ মহিলা এখন এই নেশায় আসক্ত, যা চিন্তারই বিষয় আর উদ্বিগ্ন এ রাজ্যের চিকিৎসকমহল।
Asia News
https://asianewslive.in
Asia News is a digital news platform that brings Asia to the global online audience.