সুপ্রিম কোর্টের ৫১ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সঞ্জীব খান্না

সুপ্রিম কোর্টের ৫১ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সঞ্জীব খান্না।সোমবার রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মুর্মু তাকে শপথ বাক্য পাঠ করান। বিচারপতি হিসেবে ছয় মাস দায়িত্ব পালন করবেন তিনি। ২০২৫ সালে ১৩ই মে তিনি অর্থাৎ সঞ্জীব খান্না প্রধান বিচারপতি পদ থেকে অবসর গ্রহণ করবেন।
অক্টেবর এর শেষ থেকে শোনা যাচ্ছিল সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন সঞ্জীব খান্না। অবশেষে সেই জল্পনার অবসান হল। রবিবার প্রাক্তন বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় অবসর নিয়েছেন। তার স্থলাভিষিক্ত হয়ে সোমবার প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব সুপ্রিম কোর্টের প্রবীণতম বিচারপতি। বলা বাহুল্য বিচারপতি খান্নার বাবা দেবরাজ খান্না ছিলেন দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এইচআর খান্নার হলেন তার ভাইপো। আর এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নিলেন তিনি।
উল্লেখ্য দিল্লিতে জন্মগ্রহণ করেন বিচারপতি খান্না। তিনি সেন্ট স্টিফেন্স কলেজে যাওয়ার আগে বারাখাম্বা রোডের মর্ডান স্কুলে পড়াশোনা করেন। তারপর দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ল কলেজে আইন নিয়ে পড়াশোনা শুরু করেন বিচারপতি খান্না। ১৯৮৩ সাল থেকে আইনজীবী হিসেবে ক্যারিয়ার তিনি শুরু করেন। যুক্ত ছিলেন দিল্লির বার কাউন্সিলের। শুধু তাই নয় ২০০৪ সালে তিনি দিল্লির জাতীয় রাজধানী অঞ্চলের স্থায়ী পরামর্শদাতা হিসাবে নিযুক্ত হন. তিনি দিল্লি হাইকোর্টে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটার এবং এমিকাশ কিউরি হিসেবে বেশ কয়েকটি ফৌজদারি মামলা সাওয়াল সওয়াল করেছেন। ২০০৫ সালে তিনি দিল্লি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে মনোনীত হয়েছিলেন বিচারপতি খান্না। এছাড়াও ২০১৯ সালের ১৮ই জানুয়ারি বিচারপতি খান্না সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে উন্নীত হন। তিনি ২০২৩ সালের ১৭ই জুন থেকে ২০২৩ সালের ২৫ ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্ট লিগ্যাল সার্ভিস কমিটির চেয়ারম্যান পদে ছিলেন। বর্তমানে ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথোরিটির এক্সিউটিভ চেয়ারম্যান এবং ভোপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমীর গভর্নিং কাউন্সিলের সদস্য পদে রয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author