সেরার শিরোপা পেল ডেনমার্ক, ৭৩তম ‘মিস ইউনিভার্স’ হলেন ভিক্টোরিয়া

মিস ইউনিভার্স ২০২৪’-এর মুকুট উঠল ডেনমার্কের ভিক্টোরিয়া জ়ায়ের থিলভিগের মাথায়। এই মর্যাদাপূর্ণ শিরোপার ৭৩তম অধিকারী হলেন তিনি।

চলতি বছরের ‘মিস ইউনিভার্স’ অনুষ্ঠিত হলো মেক্সিকোয়। সেখানেই বাকি সকলের মধ্যে উজ্জ্বল নক্ষত্র হিসেবে উঠে এলেন ডেনমার্কের ভিক্টোরিয়া। তাঁর মাথায় মিস ইউনিভার্সের মুকুট পরিয়ে দিলেন তাঁর পূর্বসূরী নিকারাগুয়ার শেনিস। গোটা বিশ্বের সামনে সম্মানিত হলেন ভিক্টোরিয়া।

১২৫টি দেশকে নিয়ে শুরু হওয়া এ বছরের সৌন্দর্য প্রতিযোগিতা ঐতিহাসিক মাইল ফলক পার করেছে। ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ইতিহাসে এটাই সর্বোচ্চ সংখ্যা। ২০১৮ সালে ৯৪টি দেশ অংশ নিয়েছিল। হিসেবের তালিকায় সেই বছর এখন দ্বিতীয় স্থানে। মারিও লোপেজ় ও অলিভিয়া কুল্পো সঞ্চালিত এই অনুষ্ঠানের লাইভ কমেন্টারি করছিলেন ক্যাট্রিওনা গ্রে ও জ়ুরি হল।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author