সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য 2237 কোটি টাকা ঘুষের প্রস্তাব ! আমেরিকায় অভিযুক্ত আদানি
আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়াল আদানি গোষ্ঠীর। ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে সরকারি আধিকারিকদের বিপুল পরিমাণ টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে গৌতম আদানির বিরুদ্ধে। শুধু গৌতম আদানিই নন, তাঁর ভাইপো সাগর আদানির বিরুদ্ধেও সরকারি আধিকারিকদের ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগে গ্রেফতারি পরানো জারি করেছে আমেরিকার প্রশাসন।
আদানির বিরুদ্ধে অভিযোগ উঠেছে,ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে ভারত সরকারের আধিকারিকদের ২২০০ কোটি টাকারও বেশি ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন গৌতম আদানি এবং তার ভাইপো সাগর আদানি। দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য বিপুল পরিমাণ এই টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ গৌতম আদানি-সহ মোট সাত জনের বিরুদ্ধে।
জানা গিয়েছে, এই ঘুষের মামলায় গৌতম আদানির পাশাপাশি নাম রয়েছে তাঁর ভাইপো সাগর আদানি, বিনীত জৈন (যিনি আদানি গ্রীন এনার্জি লিমিটেডের সিইও) রঞ্জিত গুপ্ত (যিনি ২০১৯-২০২২ সালের মধ্যে Azure Power Global Ltd-এর CEO ছিলেন), রূপেশ আগরওয়াল, যিনি এছাড়াও কাজ করেছিলেন Azure Power, সিরিল ক্যাবনেস, অস্ট্রেলিয়া এবং ফ্রান্সের নাগরিক। সৌরভ আগরওয়াল এবং দীপক মালহোত্রা, তিনজনই কানাডিয়ান প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সাথে কাজ করেছেন। গৌতম আদানি, তাঁর ভাইপো-সহ বেশ কয়েকজন শিল্পপতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আমেরিকার আদালত।। এমনকী মার্কিন প্রশাসনের আরও অভিযোগ, এই তদন্তে আদানি গোষ্ঠীর তরফে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়।
+ There are no comments
Add yours