স্কুলে হস্টেলের খাবারে টিকটিকি, তেলেঙ্গানায় অসুস্থ ৩৫ পড়ুয়া
তেলেঙ্গানায় সরকারি স্কুলের হস্টেলের খাবার খেয়ে অসুস্থ কমপক্ষে ৩৫ জন পড়ুয়া। অধিকাংশই ভর্তি রয়েছে হাসপাতালে। পড়ুয়াদের অভিযোগ, সকালে খাবারে মরা টিকটিকি দেখতে পায় একজন। সেই খাবার বাকিরাও খেয়েছে। তারপরেই অসুস্থ হয়ে পড়েন সকলে।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে রামায়ামপেটের টিজি মডেল স্কুলে। হস্টেলে ব্রেকফাস্টে উপমা খাচ্ছিল পড়ুয়ারা। একজন খেতে গিয়ে খাবারের মধ্যে টিকটিকি দেখতে পায়। সেই খাবার খাওয়ার পরেই পেটব্যথা, ডায়রিয়া, ঘন ঘন বমির মতো উপসর্গ দেখা যায় পড়ুয়াদের মধ্যে। তড়িঘড়ি করে পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যান স্কুল কর্তৃপক্ষ। অভিভাবকদের অভিযোগ, হস্টেলের নিম্নমান খাবার খেয়েই অসুস্থ হয়ে পড়েছে পড়ুয়ারা।
অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই হস্টেলের রাঁধুনিকে বরখাস্ত করেছেন কর্তৃপক্ষ। পাশাপাশি হস্টেলের আধিকারিক এবং কেয়ারটেকারকেও শোকজ করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, রান্না করার সময় কোনওভাবে টিকটিকি পড়ে যায়। সেই খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে ইতিমধ্যেই। ঘটনার তদন্ত জারি রয়েছে।