জলের কল চুরি স্টেশনে:
স্টেশন থেকে জলের কল চুরির মতো এমন ঘটনায় রেল প্রশাসন হতবাক। শহরতলির আশেপাশে কিংবা শহরে একাধিক গুরুত্বপূর্ণ রেল স্টেশনে বসানো পানীয় জলের কুলার থেকে কল চুরি করার অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় শোরগোল পড়েযায় রেল দপ্তরে। এই গরমের মরসুমে যাত্রীদের কষ্ট লাঘব করতে গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলিতে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিল রেল মন্ত্রক। মাসখানেক আগে আসা সেই নির্দেশের ভিত্তিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে বিকল হয়ে থাকা জলের কল মেরামত করেছিল রেল। শিয়ালদহের মতো সদাব্যস্ত স্টেশনে এক ধাপ এগিয়ে জল পরিশোধন এবং ঠান্ডা করার আধুনিক কুলার বসানো হয়েছিল। এতসব যন্ত্র বসাতে রেলের যন্ত্রপিছু খরচ হয়েছিল কয়েক লক্ষ টাকা। মোট ১২টি এমন কুলার বসিয়েছিলেন রেল কর্তৃপক্ষ। প্রায় অনেক স্টেশন থেকেই চুরি হয়েছে। চুরির ঘটনায় অনেক টাকার ক্ষতি হয়েছে একথা জানিয়েছে ভারতীয় রেল দপ্তর।
স্টেশন থেকে জলের কল চুরি
