স্ত্রীর দ্বিতীয় স্বামীর গলার নলি কেটে খুন, পাশেই ঘুমাচ্ছিলেন স্ত্রী, পাঁশকুড়ার ঘটনায় শিউরে উঠলো এলাকাবাসী
চার বছর আগে বিয়ে হয়েছিল। কিন্তু প্রথম স্ত্রী দীপঙ্কর কে ছেড়ে চলে যায়। তখন পাশের পাড়ার এক গৃহবধুর সঙ্গে দীপঙ্করের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই গৃহবধূর এক শিশুসন্তানও রয়েছে। সেই সময় তাকে গোপনে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন দীপঙ্কর। ওই গৃহবধুর প্রথম পক্ষের স্বামী সেটা জেনে ফেলেন।
পরবর্তীতে স্ত্রীর প্রথম পক্ষের স্বামী তার দ্বিতীয় পক্ষের স্বামীর সমস্ত ঠিকানা জোগাড় করে পরিকল্পনামাফিক পাইপ দিয়ে জানলা হয়ে বারান্দায় ওঠেন। সেই সময়ই দ্বিতীয় পক্ষের স্বামীর ঘরের দরজাটি খোলা অবস্থায় থাকায় ভিতরে ঢুকে যায়।প্রথম পক্ষের স্বামী তারপরে মাঝরাতে ছুরি দিয়ে গলার নলি কেটে খুন করে স্ত্রীর দ্বিতীয় পক্ষের স্বামীকে। পাশে ঘুমোচ্ছিলেন তার স্ত্রী। কিন্তু তিনি তখন কিছুই ঠাওর করতে পারেননি। যতক্ষণে বুঝতে পারলেন ততক্ষণে কাজ শেষ। এই ঘটনায় রীতিমতো পটাশপুর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। এই বিষয়ে পুলিশকে ইতিমধ্যে জানানো হয়েছে, পুলিশ তার প্রথম পক্ষের স্বামীকে আটক করেছে। এ বিষয়ে আরো বিস্তারে জানার জন্য পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।