স্বাস্থ্য ক্ষেত্রে ‘ডায়মন্ড হারবার মডেল’ নিয়ে জোর চর্চা, নিজের সংসদীয় এলাকায় মেগা কর্মসূচি অভিষেকের
শনিবারের কর্মসূচিতে যোগ দেবেন ১২০০-রও বেশি চিকিৎসক। তাঁদের মধ্যে ৩০০-র বেশি জুনিয়র ডাক্তারও থাকবেন। শ’তিনেক মহিলা চিকিৎসকও থাকছেন এদিনের কর্মসূচিতে। ডায়মন্ড হারবারের সাতটি বিধানসভা এলাকায় গোটা জানুয়ারি মাস জুড়ে স্বাস্থ্য শিবির হবে। প্রতিটি বিধানসভায় ১০ দিন করে স্বাস্থ্য শিবির করার পরিকল্পনা হয়েছে। সেই কারণেই এই বিশেষ সম্মেলন।