হঠাৎই দাউ দাউ করে জ্বলে উঠলো একাধিক দোকান, প্রবল আতঙ্কে শহরবাসী।
#DighaFire
#FireIncident
#ShopFire
#DighaNews
#FireDamage
#EmergencyResponse
#FireSafety
#LocalEmergency
#DighaAlert
#FireDepartment
#ShopLoss
#WeldingAccident
#FireControled
#DighaCommunity
#PoliceResponse#asianews#viralpost2024
দীঘায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবল চাঞ্চল্য ছড়ালো সৈকত নগরীতে। মঙ্গলবার আগুনে পুড়ে ছাই হয়, চারটি দোকান। স্থানীয় মানুষ দমকলে জানালে দমকলের দুটি ইঞ্জিন আসে । কিন্তু দমকলের দুটি ইঞ্জিন দেরিতে আসায় ক্ষোভ দেখান এলাকাবাসীরা। তবে দমকল এর দুটি ইঞ্জিন অনেক চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। নিউ দীঘায় ভয়াবহ অগ্নিকান্ডে চারটি দোকানে ক্ষতিপূরণ প্রায় লক্ষাধিক টাকার। সূত্রে জানা যায় মঙ্গলবার দুপুরে একটি হোটেলে ওয়েল্ডিং এর কাজ চলছিল সেই সময় হঠাৎই স্পার্কলিঙে আগুন লেগে যায় পাশের একটি দোকানে। দোকানটি বন্ধ থাকায় আগুন নেভানো যায়নি।ওয়েল্ডিং-এর কাজ থেকেইআগুন লাগে বলেই প্রাথমিক অনুমান পুলিশের। তবে এই অগ্নিকাণ্ডে প্রায় ৫-৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পুলিশের।ঘটনাস্থলে আসেন দিঘা থানার ওসি অভিজিৎ পাত্র। তাঁর নেতৃত্বে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। দিঘা থানার ওসি জানান, এই ঘটনাই এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি
+ There are no comments
Add yours