হাওড়ায় সাত সকালে লাইনচ্যুত শালিমার সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস ট্রেন

সাতসকালে হাওড়ায় শালিমার স্টেশনে রেল দুর্ঘটনা। শালিমার সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে যায়। একের পর এক লাইনচ্যুত বেলাইনের মতো ঘটনা ঘটে যাচ্ছে। কিন্তু রেল দুর্ঘটনা বড়সড় আকার ধারণ করেনি গতি কম থাকায় অল্পের জন্য রক্ষা শালিমার সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস এর। ঘড়ির কাটায় তখন সাড়ে পাঁচটা তখনই ঘটে যায় এই ঘটনা। সাত সকালে ঘটে যাওয়া এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী।
রেলসূত্রে খবর দক্ষিণ পূর্ব রেলের নলপুর স্টেশনের কাছেই আচমকা লাইনচ্যুত হয়ে যায় এই ডাউন শালিমার সেকেন্দ্রাবাদ সাপ্তাহিক এক্সপ্রেস। সূত্রের খবর এক নম্বর লাইন থেকে যাওয়ার কথা থাকলেও ওই এক্সপ্রেস ট্রেনটি ভুলবশতই দু’নম্বর লাইনে চলে আসে। আর তার ফলেই এমন ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা ঘটে যায়। শালিমার সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস একটি সাপ্তাহিক ট্রেন যা প্রত্যেক শুক্রবার সেকেন্দ্রবাদ থেকে ছাড়ে। নিয়মমাফিক সময়েই গতকালও এই ট্রেনটি শালিমার স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সকাল ছ’টা বেজে ৭ মিনিট নাগাদ শালিমার স্টেশনে পৌঁছানোর কথা ছিল।
কিন্তু তার আগেই হাওড়ার নলপুর স্টেশনের কাছে ট্রেন লাইনচ্যুত হয়ে যায়। জানা যাচ্ছে এদিন ট্রেনের পার্সেল বগি ও দুটি যাত্রীবাহী ভ্যান লাইনচ্যুত হয়েছে। তবে ট্রেনের গতি কম থাকার কারণে ভয়ংকর বিপদ এড়ানো গিয়েছে বলেই দাবি রেল কর্তৃপক্ষের। ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ জানতে গোটা বিষয়টা খতিয়ে দেখছেন রেল কর্তৃপক্ষ। দুর্ঘটনার খবর পৌঁছতেই ছুটে আসেন রেলের ইঞ্জিনিয়ার আরপিএফ এবং জিআরপি ও। তবে এখনও পর্যন্ত এই রেল দুর্ঘটনার কারণ সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author