হাতে আর মাত্র ১ ঘন্টা! ঝমঝমিয়ে বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গের ২ জেলায়
#weather#WeatherUpdate#asianews
ফের একবার নিম্নচাপের ভ্রুকুটি। মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ক্রমশ শক্তি বৃদ্ধি করে এগিয়ে চলেছে উত্তর বঙ্গোপসাগরের দিকে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এই নিম্নচাপের প্রভাবেই হবে বৃষ্টি। দক্ষিণবঙ্গের ২ জেলায় আগামী কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হবে বৃষ্টিপাত।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২-৩ ঘণ্টার মধ্যেই এই বৃষ্টিপাত আরম্ভ হবে। বৃষ্টিপাতের সাথে বজ্রপাতেরও সতর্কতা জারি করা হয়েছে।আগামী কয়েক ঘণ্টার মধ্যে বজ্রপাতসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এই দুই জেলায় বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।
আগেই বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বাংলার উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছিল হাওয়া অফিস। জানা যাচ্ছে, সেই বৃষ্টিপাত বৃদ্ধি পাবে আগামী সপ্তাহ থেকে। উত্তর বঙ্গোপসাগর উত্তাল হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বাংলা ও উড়িষ্যার মৎস্যজীবীদের তাই সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে আগামী কয়েক ঘণ্টায় আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের দুটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে।
+ There are no comments
Add yours