হারিয়ে যেতে বসা ডাক টিকিট! এবার পুরনো ডাক টিকিটের প্রদর্শনী বহরমপুরে
বর্তমানে ডিজিটাল যুগে টিকিট ও পোস্টাল খাম এর ব্যবহার প্রায় বন্ধের মুখে। আগে এই টিকিট ও পোস্টাল খামের ব্যবহার ছিল বহুল। কিন্তু বর্তমানে ক্রমশই এই টিকিট ও পোস্টাল খামের ব্যবহার কমে আসছে। অত্যাধুনিক জিনিস ও টেকনোলজির দ্বারা এই কাজ এখন আর পোস্টাল খাম আর টিকিটের থেকে অধিক সহজ এবং সহজেই পৌঁছে যায়। ইতিহাস ও বৈচিত্র্য এই ডাকটিকিটের ভূমিকা অতুলনীয়।পুরোনো ডাক টিকিট থেকে শুরু করে কয়েন এমনকি নোটের প্রদর্শনীর আয়োজন করা হল বহরমপুরে। বহরমপুরে ডাক বিভাগের পক্ষ থেকে বহরমপুর টেক্সটাইল কলেজে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়।মুলত, শখের নানা রকমফেরের কথা আমরা প্রায়ই শুনে থাকি। খুব জনপ্রিয় একটি শখ হল ফিলাটেলি – স্ট্যাম্প সংগ্রহ। সারা জীবন ধরে দেশ বিদেশের স্ট্যাম্প নিজের সংগ্রহে রাখাই বহু মানুষের পছন্দের বিষয়। এঁদের নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করেছে ভারতীয় ডাক বিভাগের বহরমপুর শাখা।