হুড়মুড়িয়ে তাপমাত্রার পতন! আগামী সাতদিন কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? আবহাওয়ার খবর
অবশেষে আসছে শীত। চলতি সপ্তাহেই হুড়মুড়িয়ে নামবে তাপমাত্রা। সপ্তাহান্তে তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যেই। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সব ঠিক থাকলে গাঙ্গেয় বঙ্গে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। ১৫ই নভেম্বরের দিক থেকে উত্তুরে হাওয়া বইতে শুরু করবে রাজ্যে। নভেম্বরের মাঝামাঝিতে বাংলায় হাওয়া বদল হবে।
নভেম্বরের শেষ দিকে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। তবে এখনই সে বিষয়ে চূড়ান্ত কোনো আপডেট দেয়নি আবহাওয়া দপ্তর। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে আবহাওয়া। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। কলকাতাতেও বৃষ্টি হবে না। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী ১৫ নভেম্বরের পর থেকে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে উত্তুরে হাওয়া ঢুকবে। নভেম্বরের মাঝামাঝি সময়ে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে।দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবর্ত। ফের একবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। তবে এর প্রভাব এ রাজ্যে পড়বে না।
চলতি সপ্তাহেই পশ্চিমের জেলাগুলিতে বেশ কিছুটা তাপমাত্রা কমবে। ভোরের দিকে শিরশিরানি বাড়বে গোটা দক্ষিণবঙ্গেই। বুধবার পর্যন্ত রাজ্যের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রার হেরফের হবে না। তারপর থেকে কিছুটা পড়বে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার থেকে দু’দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে