দুদিন আগে ব্যাপক বৃষ্টিপাত হলেও গতকাল ছিলো না বৃষ্টি। অথচ নদীয়াতে শান্তিপুর শহরের এক নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগর রোডের উপর গোডাউন পাড়ায় গতকাল মধ্যরাতে শতবর্ষ প্রাচীন বটগাছ ধীরে ধীরে কাত হয়ে পড়ে পাশের একটি বাড়িতে। অল্পের জন্য প্রাণে বাঁচে পরিবারের সদস্যরা। পরিবার প্রধান সতীশ রায় জানাচ্ছেন, তারা কয়েকদিন ধরেই অনুমান করছিলেন এই বিষয়ে শান্তিপুরে থাকা PWD অফিসে এবং কৃষ্ণ নগরেও যোগাযোগ করেছিলেন ওই বটগাছটি কেটে নেওয়ার জন্য। কিন্তু কোনরকম কোন ভ্রুক্ষেপ করেনি তারা। গতকাল বিকালে বেশ কিছুটা হেলে পড়ে তাদের বাড়ির দিকে এরপর আনুমানিক রাত বারোটা নাগাদ সম্পন্ন ভাবে গাছটি ছাদের সঙ্গে স্পর্শ হয়ে যায়। বিষয়টি স্থানীয় কাউন্সিলর পৌর সভার চেয়ারম্যান , শান্তিপুর থানার প্রশাসনকে জানালে তাদের প্রতিনিধিরা এসে সেদিন রাতে এই গাছটি কাটার ব্যবস্থা করে। সুবিশাল ওই বটগাছটির ডালপালা এবং পাতা পড়ে জল যাওয়ার নালা আটকে যায়। এর পাশাপাশি একটি টিনের অস্থায়ী ঘর ভেঙে যায়। তবে মূল ঘরে রাতের বেলা কেউই শুতে যায় নি এতেই বড়সড় রক্ষা পায় ওই পরিবারের সদস্যরা। তবে আজ সকালে ওই গাছটি কাটার ব্যবস্থা করে দেয় প্রশাসনের তরফ থেকে। প্রশাসনের প্রতিনিধিরা ইতিমধ্যে ওই গাছ কাটার কাজ শুরু করে দিয়েছে।
Asia News
https://asianewslive.in
Asia News is a digital news platform that brings Asia to the global online audience.
You May Also Like
মুসুম্বি লেবুর গুরুত্ব অনেক
September 11, 2024
রাত পেরিয়ে সকাল এখনো অনড় আন্দোলনকারীরা
September 11, 2024
ইস্তফা দিলেন কৃষ্ণ কল্যাণী
September 11, 2024
More From Author
মুসুম্বি লেবুর গুরুত্ব অনেক
September 11, 2024
রাত পেরিয়ে সকাল এখনো অনড় আন্দোলনকারীরা
September 11, 2024
ইস্তফা দিলেন কৃষ্ণ কল্যাণী
September 11, 2024