১১৯ কোটির নতুন বাড়ি? সন্তানের জন্মের আগেই বড় সিদ্ধান্ত দীপিকা-রণবীরের?
#RanveerDeepika#LuxuryHome#BollywoodCouple#NewHome#MumbaiMansion#SeaViewResidence#CelebrityLifestyle#BandraLiving#ShahRukhNeighbors#LuxuryLiving#BollywoodNews#ViralVideo#CelebrityHome#dreamhouse#asianews
বলিউডের জনপ্রিয় দম্পতি রণবীর সিং এবং দীপিকা পাডুকোনের ১০০ কোটি টাকারও বেশি দামি নতুন বাড়ির কাজ শীঘ্রই শেষ হতে চলেছে। বাড়িটির নতুন ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে তা নিয়ে ফের আলোচনা শুরু হয়।এই বিল্ডিংটি শাহরুখ খানের বাড়ি ‘মন্নত’-এর খুব কাছে বলে শোনা যায়। এবং মুম্বইয়ের সবচেয়ে আভিজাত্য ও ব্যয়বহুল এলাকায় অবস্থিত বাড়িটি।বছর দু’য়েক আগে এই বিল্ডিংয়ে একটি অ্যাপার্টমেন্ট বুক করেছিলেন রণবীর ও দীপিকা। তখন থেকেই কাজ চলছিল। সেপ্টেম্বরে তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানাবেন বলেও জানিয়েছেন দম্পতি।শোনা যাচ্ছে নতুন অতিথিকে নিয়ে এই বাড়িতেই উঠবেন তাঁরা। তবে বাড়িটির ভিডিয়ো ভাইরাল হতেই সকলেই প্রশ্ন করতে শুরু করেন, পুরো বাড়িটিই কি তাঁদের?
দীপিকা পাডুকোন এবং রণবীর সিংয়ের এই নতুন বাড়িটি মুম্বইয়ের বান্দ্রায় অবস্থিত। ঠিক পিছনেই রয়েছে শাহরুখ খানের ‘মন্নত’। এটি এমন একটি এলাকা, যেখান থেকে সমুদ্রের সুন্দর দৃশ্য দেখা যায়। বিলাসবহুল এই সুউচ্চ বাড়ির নির্মাণ কাজ গত দুই বছর ধরে চলছে।
+ There are no comments
Add yours