১৩ নভেম্বর পৃথিবীর বুকে আছড়ে পড়বে দৈত্যাকার উল্কাপিণ্ড? তাহলে কি এইদিনই কিছু বড়সড় ঘটনা ঘটবে পৃথিবীতে?
নাসা-র চিন্তা বাড়াচ্ছে বিশালাকার একটি উল্কাপিণ্ড। তাঁদের উদ্বেগ, একেবারে পাথরের মতোই বিশাল মাপের এই উল্কাপিণ্ড। আর সেটা যদি পৃথিবীর মাটি স্পর্শ করে, তাহলে তা বড়সড় বিপর্যয় ডেকে আনতে পারে। উল্কা আসলে ছোট গ্রহ। যা সূর্যের চারপাশে ঘূর্ণায়মান একটি গ্রহ এবং নক্ষত্র গঠনের সময় ছোট ছোট টুকরো টুকরোয় ভেঙে যায়।
এর মধ্যে এক-একটি খণ্ড পৃথিবীর একেবারে কাছে চলে আসে। বহু গ্রহাণু আবার আগেই পুড়ে যায়। আবার অনেক সময় পৃথিবীর সঙ্গে এর সংঘর্ষ হয়ে যায়। আসলে মহাকাশে লুকিয়ে রয়েছে অনেক রহস্যই। কখনও কখনও গ্রহাণু পৃথিবীর দিকে অগ্রসর হওয়ার ঝুঁকি বাড়ে। সময়ের সঙ্গে সঙ্গে বিজ্ঞানীরা একটি নতুন নক্ষত্রের খোঁজ পেয়েছেন। বর্তমানে জ্যোতির্বিজ্ঞানীরা একটি সতর্কবাণী দিয়ে জানিয়েছেন যে, একটা বড়সড় গ্রহাণু পৃথিবীর খুব কাছাকাছি চলে আসবে। উল্কার আকার-আকৃতি নিয়ে মতভেদ রয়েছে বিজ্ঞানীদের মধ্যে। অনেকের দাবি, এর গড় আয়তন এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মতো বড়। এর আকার ৪৫০*১৭০ মিটার। আর এটি যদি পৃথিবী স্পর্শ করে, তাহলে যে বিস্ফোরণ ঘটবে, সেটা চরম বিপদ ডেকে আনবে। কারণ এর জেরে ঘটা বিস্ফোরণ শত শত পরমাণু বোমা বিস্ফোরণের সমান হবে। এর জেরে চরম উদ্বেগে রয়েছে নাসা। কারণ ২০০৪ সালের পর এটা পৃথিবীর জন্য একটা বিপদ হয়ে উঠতে পারে।
এই গ্রহাণুটির নাম ‘গড অফ কেওস’ । আগামী ১৩ নভেম্বর পৃথিবীর খুব কাছ ঘেঁষে যাবে। এই উল্কার নাম Space Rock 99942 Apophis। আমাদের গ্রহের মাধ্যকর্ষণ শক্তির কারণে এটি পৃথিবী থেকে ১৯০০০ মাইল দূরে চলে যাবে।
প্ল্যানেটারি সোসাইটির মতে, এর প্রভাব হবে অনেকটা কয়েকশো পরমাণু বোমা বিস্ফোরণের সমান। বিগত ২০ বছর ধরে নাসা-র উদ্বেগের কারণ হয়ে উঠেছে এই উল্কা। কারণ পৃথিবীর সঙ্গে এর সংঘর্ষের আশঙ্কা রয়েছে। ২০০৪ সালে এর সন্ধান মেলার পর থেকে এটি পৃথিবীর জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। নাসা-র নিয়ার-আর্থ অবজেক্ট স্টাডিজ সেন্টারের মতে, অন্তত আগামী ১০০ বছরে পৃথিবীর সঙ্গে এই উল্কাপিণ্ডটির সংঘর্ষ হওয়ার কোনও আশঙ্কা নেই। এটাই স্বস্তির বিষয়।
গ্রহাণু বিজ্ঞানী রোনাল্ড-ল্যুই বালুজের নেতৃত্বে গবেষকদের একটি দল জানিয়েছে যে, যদি Apophis পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের মধ্য দিয়ে যায়, তাহলে অ্যাস্ট্রোকোয়েকের আশঙ্কা বাড়বে। যার জেরে এটি ভূ-পৃষ্ঠে তীব্র কম্পনের সৃষ্টি করবে