১৫ নভেম্বর থেকে এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের নিয়মে বড় বদল

১৫ নভেম্বর থেকে এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের নিয়মে বড় বদল।
লোন বা ক্যাশ তোলার ক্ষেত্রে ১৫ নভেম্বর থেকে অতিরিক্ত মাশুল গুণতে হবে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের। এই সব ক্ষেত্রে মাসিক ৩.৭৫ শতাংশ অর্থাৎ বার্ষিক ৪৫ শতাংশ হারে চার্জ নেওয়া হবে। আনপেড ব্যালেন্সের ওভারডিউ ইন্টারেস্ট এবং ক্যাশ ব্যবহারে এই চার্জ ধার্য হবে।
ক্রেডিট কার্ডের বিল সময়ে না মেটাতে পারলেও বড় অঙ্কের চার্জ দিতে হবে ক্রেডিট কার্ড গ্রাহকদের। আইসিআইসিআই ব্যাঙ্ক এ ক্ষেত্রে বড় অঙ্কের চার্জ ধার্য করবে। কত আউটস্ট্যান্ডিং অ্যামাউন্টে কত চার্জ নেওয়া হবে।

১০১-৫০০ টাকা: চার্জ ১০০ টাকা

৫০১-১,০০০ টাকা: চার্জ ৫০০ টাকা

১,০০১-৫,০০০ টাকা: চার্জ ৬০০ টাকা

৫,০০১-১০,০০০ টাকা: চার্জ ৭৫০ টাকা

১০,০০১-২৫,০০০ টাকা: চার্জ ৯০০ টাকা

২৫,০০১-৫০,০০০ টাকা: চার্জ ১,১০০ টাকা

৫০ হাজার টাকার বেশি: চার্জ ১,৩০০ টাকা।
আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে স্কুল বা কলেজের এডুকেশন ফি জমা দিলে কোনও অতিরিক্ত চার্জ লাগবে না। আন্তর্জাতিক ক্ষেত্রে তা চার্জমুক্ত। কিন্তু থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে এই ধরনের পেমেন্টে ১ শতাংশ করে ফি দিতে হবে। এর পাশাপাশি জ্বালানি তেল কেনা এবং ইউটিলিটি পণ্যে কেনার ক্ষেত্রেও ক্রেডিট কার্ডের নিয়মে বদল এসেছে। কোনও মাসে ৫০ হাজার টাকার উপরে ইউটিলিটি পণ্যে কিনলে ১ শতাংশ চার্জ দিতে হবে। জ্বালানি তেল সংক্রান্ত লেনদেন প্রতি মাসে ১০ হাজার টাকার বেশি হলেও ১ শতাংশ চার্জ ধার্য হবে। এর পাশাপাশি সাপ্লিমেন্টারি ক্রেডিট কার্ড নিতে চাইলে ১৯৯ টাকা ফি দিতে হবে। আপনার যদি আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে, তাহলে লেনদেনের আগে এই পরিবর্তনগুলো মাথায় রাখুন।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author