২৯ বছরের বিবাহিত জীবনে ইতি? বিবাহ বিচ্ছেদের পথে এআর রহমান-সায়রা বানু
বিশ্বজোড়া খ্যাতি তাঁর। দেশের খ্যাতনামা সুরকারের ব্যক্তি জীবনে বড় পরিবর্তন। বিয়ের ২৯ বছর পর ডিভোর্সের পথে অস্কারজয়ী সঙ্গীত শিল্পী এআর রহমান ও স্ত্রী সায়রা বানু। শিল্পীর স্ত্রীর আইনজীবী একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বিবৃতি জারি করে খবরটি ভাগ করে নিয়েছেন। রহমানের স্ত্রীর কথায়, সম্পর্কে বেশ কিছু সমস্যায় এই সিদ্ধান্ত। দীর্ঘ বছরের সম্পর্ক ভাঙা কঠিন ছিল তাঁদের পক্ষেও।
ইন্ডিয়া টুডেকে দেওয়া বিবৃতি অনুযায়ী, রহমান এবং তাঁর স্ত্রী অনেক ভাবনা-চিন্তার পর এই সিদ্ধান্তটি নেন। একে অন্যের প্রতি শ্রদ্ধা ও সম্মান বজায় রেখেই এই সিদ্ধান্ত। দীর্ঘ মানসিক টানাপোড়েনের পরই তাঁরা আলাদা হওয়ার কথা ভাবেন।
বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘দীর্ঘ বছরের বিবাহিত জীবনের পর মিসেস সায়রা তাঁর স্বামী এআর রহমানের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদ খুবই কঠিন সিদ্ধান্ত ছিল তাঁদের কাছে। সম্পর্কের নানা মানসিক টানাপোড়েনের পর এই সিদ্ধান্তে পৌঁছেছেন দম্পতি। একে অপরের প্রতি তাঁদের গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও, কিছু তিক্ততায় দূরত্ব তৈরি হয়েছে।’ সায়রার আইনজীবী আরও উল্লেখ করেছেন, অত্যন্ত যন্ত্রণায় এই সিদ্ধান্ত নিয়েছেন সায়রা। এই কঠিন সময়ে জনগণের কাছে তাঁদের ব্যক্তি জীবনের প্রতি গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন তাঁরা।