মহারাষ্ট্রের থানেতে দুই স্কুল পড়ুয়াকে হেনস্থা করার অভিযোগ। গ্রেপ্তার করা হয়েছে ওই স্কুলেরই এক সাফাইকর্মীকে। এ দিকে, এই ঘটনার প্রতিবাদে উত্তাল থানের বদলাপুর এলাকা। অভিভাবকরা অবরোধ করে রেলস্টেশন, রাস্তা। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাঁধে। রণক্ষেত্রের চেহারা নেয় মহারাষ্ট্রের বদলাপুর এলাকা। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ বাঁধে। রেল ও রাস্তা অবরোধের জেরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে মঙ্গলবার।ঘটনার সূত্রপাত গত ১৩ অগস্ট। মহারাষ্ট্রের থানে এলাকার একটি নামী ইংরেজি মাধ্যম স্কুলের দুই পড়ুয়াকে নিগ্রহের অভিযোগ ওঠে। অভিযুক্ত স্কুলেরই এক সাফাইকর্মী। FIR দায়ের হওয়ার পর গত ১৬ অগস্ট গ্রেপ্তার করা হয় তাকে। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদে পথে নামে অভিভাবকদের একাংশ। তাঁদের অভিযোগ, এমন একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও স্কুল কর্তৃপক্ষের হুঁশ নেই। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সকাল দশ টা থেকেগোটা এলাকায় বনধের ডাক দেন শহরবাসীরা। অভিযোগ, ঘটনার পরেও স্কুল কর্তৃপক্ষ অভিযুক্তের বিরুদ্ধে কোনও রকম পদক্ষেপ নেয়নি। পুরো ঘটনা চেপে যেতে চেয়েছিলেন স্কুল কতৃপক্ষ। পুলিশ ও নিস্ক্রিয়ো ছিলো। তারপরে জেলা মহিলা ও শিশু কল্যাণ দপ্তর এর চাপে পরে পুলিশ অভিযোগ নেয়। কেবলমাত্র তাই নয়, অভিযুক্তের বিরুদ্ধে FIR-এও গড়িমসি করা হয়েছে। সোমবার দিন ওই স্কুলের প্রিন্সিপালসহ , ক্লাস টিচার ও মহিলা এটেন্ডেডদের কে বরখাস্ত করে স্কুল কতৃপক্ষ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জানিয়েছেন গোটা ঘটনার তদন্তে সিট গঠন করা হয়েছে । ঘটনার সাথে যুক্ত দোষীদের কঠোর শাস্তির দেওয়া হবে
Asia News
https://asianewslive.in
Asia News is a digital news platform that brings Asia to the global online audience.
You May Also Like
মুসুম্বি লেবুর গুরুত্ব অনেক
September 11, 2024
রাত পেরিয়ে সকাল এখনো অনড় আন্দোলনকারীরা
September 11, 2024
ইস্তফা দিলেন কৃষ্ণ কল্যাণী
September 11, 2024
More From Author
মুসুম্বি লেবুর গুরুত্ব অনেক
September 11, 2024
রাত পেরিয়ে সকাল এখনো অনড় আন্দোলনকারীরা
September 11, 2024
ইস্তফা দিলেন কৃষ্ণ কল্যাণী
September 11, 2024
Cancel reply
You must be logged in to post a comment.
+ There are no comments
Add yours