৩২ বছর পর গ্রেপ্তার হল ছোটা রাজনের সঙ্গী গ্যাংস্টার বিলাস পাওয়ার
টানা ৩২ বছর পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল কুখ্যাত গ্যাংস্টার রাজু চিকানয়া, যাকে বিলাস পাওয়ার নামেও পরিচিত। অবশেষে মুম্বই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ১৯৯২ সালে মুম্বইয়ের দাদার থানায় প্রকাশ্যে গুলি চালানো এবং আলিবাগ থানায় একটি খুনের মামলায় অভিযুক্ত ছিল বিলাস। যদিও এতদিন পুলিশের হাত থেকে সে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল।ছোটা রাজনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত বিলাস পাওয়ার গোভান্দি এলাকার একটি গ্যাং পরিচালনা করত। আশির দশকে তার অপরাধী কর্মকাণ্ডের দাপটে মুম্বইয়ের এই এলাকা ছিল অশান্ত। তবে এত বছর ধরে পুলিশ তার নাগালে আসতে পারেনি, কারণ সে নিয়মিত স্থান পরিবর্তন করে পুলিশকে ফাঁকি দিত।পুলিশ এখন বিলাসের দীর্ঘ সময় ধরে পালিয়ে থাকার পেছনের কারণ জানার চেষ্টা করছে। আগামী শনিবার তাকে আদালতে তোলা হবে