মহিলাদের জন্য তাঁর বিশেষ বার্তা প্রতিরক্ষা থেকে স্পেস সেক্টরে ‘সব ক্ষেত্রের উন্নয়নে মহিলারা অংশীদার এমন নয়, মহিলারা নেতৃত্ব দিচ্ছেন’, এই বক্তব্য দিয়ে লালকেল্লা থেকে মহিলাদের উন্নয়ন নিয়ে বক্তব্য শুরু করেন মোদী।প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ যখন আর জি কর-এ মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যায় ক্ষোভে ফুঁসছে, তখন লালকেল্লার বুক থেকে বড় বার্তা দিলেন নরেন্দ্র মোদী। এরপরই মোদী বলতে শুরু করেন, ‘কিছু চিন্তার কথাও আসে..’। .নরেন্দ্র মোদী বলেন, ‘আজ লালকেল্লা থেকে নিজের পীড়া ব্যক্ত করছি, সমাজ হিসাবে আমাদের গুরুত্ব দিয়ে ভাবতে হবে। আমাদের মা, বোন, মেয়েদের ওপর যে অত্যাচার হচ্ছে, তার বিরুদ্ধে দেশের আক্রোশ রয়েছে, জনমানসের আক্রোশ রয়েছে। এই আক্রোশকে আমি অনুভব করছি। এই নিয়ে দেশক, সমাজের, আমাদের রাজ্যসরকারের গুরুত্বের সঙ্গে দেখা উচিত।সকলের আগে মহিলাদের সম্মান আগে।”
Asia News
https://asianewslive.in
Asia News is a digital news platform that brings Asia to the global online audience.