জয়পুর অঞ্চলের গোয়া বাগানের একটি গ্রামে একটি গোয়ালের মধ্যে বৃহৎ আকারের একটি সাপ দেখতে পাওয়া যায়।
সেই খবর বনদফতরে যাওয়ার পরেই বনবিভাগের কর্মী রাজনগর মালিপাড়া মাহাতোপাড়ার বিমল মাহাতোর কাছে। খবর জানা মাত্রই তাড়াতাড়ি সেই ঘটনাস্থলে গিয়ে সেই 9 ফুট বড়ো অজগর সাপ টিকে উদ্ধার করেন। তারপর সেই সাপটিকে একটি জঙ্গলের মধ্যে পুনর্বাসনের জন্য ছেড়ে দেওয়া হয়। স্থানীয় মানুষজন জানায়, সেদিন অত্যন্ত তৎপরতার সাথে এবং দক্ষতার সাথে সাপটিকে ধরে জঙ্গলে নিয়ে যান বনবিভাগের কর্মী বিমল মাহাতো।
উল্লেখ্য এর আগেও বেশ কয়েকবার ঝাড়খন্ড গ্রামসীমান্তে অজগর সাপ উদ্ধার করেন রাজনগর বনবিভাগের কর্মীরা। বেড়াজালে সেগুলি আটকে ছিলো। এ পর্যন্ত গ্রামে অজগর ও বেশ কয়েকটি সাপ ধরার ক্ষেত্রে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন স্থানীয় বন ও কর্মী বিমল মাহাতো ও সনাতন মাহাতো। তাদের কে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় মানুষজনেরা।