অজয় নদীর পাড় থেকে অবাধে বালি পাচার প্রতিবাদ করলেই হুমকি
কাঁকসায় অবৈধভাবে বালি লুট । একের পরএক ট্রাক্টর বালি তুলে পাচার করার অভিযোগ। এভাবে বালি তুলতে থাকলে পাড় ভাঙ্গার সমস্যার সম্মুখীন হবে এলাকাবাসী। বালি তোলা নিয়ে স্থানীয় মানুষের প্রতিবাদ জানাতে গেলে হুমকির মুখোমুখি হতে হচ্ছে। এক স্থানীয় বাসিন্দা জানায়, দিনে রাতে কম পক্ষে ১০-১২টি ট্রাক এখানে আসে এবং এভাবে অবৈধভাবে বালি, মাটি কেটে তুলে নিয়ে যাওয়া হয়। এই নিয়ে কাঁকসা থানা ও ভূমি রাজস্ব দপ্তরের স্থানীয়রা অভিযোগ করেন। অজয় নদীর পাড় লাগোয়া সমস্ত জায়গাতেই এভাবে বালি পাচারের অভিযোগ উঠেছে। প্রশাসনে অভিযোগ করার পর, প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।