অভিনব কৌশলে প্রতারণা: ধৃত চারজনের মধ্যে তিনজন জুনিয়র চিকিৎসক
সল্টলেকের একটি শপিং মলে অভিনব পদ্ধতিতে প্রতারণার অভিযোগে এক তরুণী-সহ চারজনকে গ্রেফতার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ধৃতদের মধ্যে তিনজন হোমিওপ্যাথি কলেজের জুনিয়র চিকিৎসক বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা মলের পোশাকের র্যাকে থাকা জামাকাপড়ের মূল প্রাইস ট্যাগ সরিয়ে তার বদলে কম দামের নতুন স্টিকার লাগিয়ে দিতেন। এরপর ওই পোশাকগুলো নিয়ে কাউন্টারে গিয়ে কম দামে কিনতেন।
বৃহস্পতিবার, ওই চারজন একই কৌশলে প্রতারণার চেষ্টা চালানোর সময় বিলিং সেকশনের কর্মীদের সন্দেহ হয়। কর্মীরা লক্ষ্য করেন, পোশাকের প্রকৃত দাম এবং স্টিকারে দেখানো দাম একেবারেই মেলেনি। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতেই পুরো ঘটনার সত্যতা প্রকাশ পায়।
এরপর মল কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ এসে অভিযুক্তদের গ্রেফতার করে। শুক্রবার বিধাননগর মহাকুমা আদালতে তাঁদের তোলা হবে।
এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এবং জুনিয়র চিকিৎসকদের এই ধরনের কর্মকাণ্ডে নিন্দার ঝড় উঠেছে।
+ There are no comments
Add yours