অলিম্পিক্সে জিতেছেন তিনটি সোনা, কিংবদন্তি অ্যাথলিট হলেন নীরজের নতুন কোচ
প্যারিস অলিম্পিক্সের পর থেকেই নীরজ চোপড়ার কোচ বদল নিয়ে চর্চা চলছিল। ক্লজ বার্তোনিৎজের পর এবার নতুন কোচের অধীনেই প্রশিক্ষণ নেবেন নীরজ। অবশেষে অলিম্পিক্সে জোড়া পদকজয়ী অ্যাথলিটের নতুন কোচের নাম প্রকাশ্যে এল।
৭৫ বছর বয়সী ক্লজ বার্তোনিৎজ পারিবারিক কারণেই নীরজ চোপড়ার কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন। শেষ পাঁচ বছর ধরে ক্লজ বার্তোনিৎজের অধীনেই নীরজ চোপড়া প্রশিক্ষণ নিয়েছিলেন। কয়েকমাস আগেই জানা যায় নীরজের জন্য নতুন কোচ আনতে চলেছে অ্যাথলেটিক্স ফেডারেশন। অবশেষে জানা গেল নীরজের নতুন কোচের নাম। কিংবদন্তি জ্যাভলিন তারকা জান জেলেজনির অধীনেই এবার প্রশিক্ষণ নেবেন নীরজ চোপড়া। অলিম্পিক্সে তিনটি সোনার পদকজয়ী চেক প্রজাতন্ত্রের অ্যাথলিটই হলেন নীরেজর নতুন কোচ। এছাড়াও বিশ্ব চ্যাম্পিয়নশিপেও তিনটি সোনার পদক আছে নীরজেক নতুন কোচের। তাঁর অধীনেই ২০২৮ সালের অলিম্পিক্সের প্রস্তুতি নেবেন নীরজ।
জান জেলেজনির প্রোফাইল অত্যন্ত নজরকাড়া। অলিম্পিক্স এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে শুধু একাধিক সোনা জেতাই নয় ১৯৯৬ সালের অলিম্পিক্সে ৯৮.৪৮ মিটার থ্রো করেন চেক প্রজাতন্ত্রের জ্যাভলিন থ্রোয়ার। যা এখনও পর্যন্ত অলিম্পিক্সের ইতিহাসে রেকর্ড। নীরজের লক্ষ্য ৯০ মিটার, জেলেজনির অধীনে সেই লক্ষ্য পূরণের প্রশিক্ষণ নেবেন নীরজ।
নীরজ চোপড়া একটি বিবৃতিতে বলেন, ‘আমি জান জেলেজনির ভিডিও দেখে অনেকটা সময় ব্যয় করেছি। তিনি এত বছর ধরে খেলাধুলায় সেরা ছিলেন। আমি বিশ্বাস করি তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুন হবে। আমি আশাবাদী তাঁর কোচিংয়েই আমি আমার কেরিয়ারকে পরের ধাপে উন্নীত করতে পারব। কারণ আমাদের নিক্ষেপের শৈলী এক। এতে কাজ করতে সুবিধা হবে। আমি তাঁর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।’
ক্লজ বার্তোনিৎজের অধীনেই নীরজ টোকিও অলিম্পিক্সে সোনা , প্যারিস অলিম্পিক্সে রুপো, ডায়মন্ড লিগ, বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন। ফলে নীরজের কেরিয়ারে বড় অবদান আছে ক্লজ বার্তোনিৎজের। কিন্তু প্যারিসে রুপো জয়ের পর থেকে নীরজের নতুন কোচ এবং সাপোর্ট স্টাফ বদলের বিষয়টি সামনে আসে। ফলে কোচ বদলের সঙ্গে সঙ্গে নীরজের টিমে সাপোর্ট স্টাফদেরও বদল হবে।
+ There are no comments
Add yours