অস্কারের জন্য নির্বাচিত হতে পারে লাপাতা লেডিজ়, ‘স্বপ্নপূরণ’ বললেন কিরণ রাও

#LapataLadies#KiranRao#OscarNomination#DreamComeTrue#FilmSuccess#BoxOfficeHit#CriticalAcclaim#SocialMessage#WomenEmpowerment#SpecialScreening#IndianCinema#CulturalStorytelling#RabbiKishan#NitanshiGoyal#GeetaAgarwal#AwardsSeason#FilmPride#cinemalovers#asianews#asianewslive

চলতি বছরে মুক্তি পেয়েছে কিরণ রাও পরিচালিত সিনেমা লাপাতা লেডিজ়। ছবিটি শুধুমাত্র বক্স অফিসেই ভালো পারফরম্যান্সই করেনি, দর্শক এবং সমালোচকদের কাছ থেকেও প্রশংসা অর্জন করেছে। স্পেশাল স্ক্রিনিং হিসেবে ছবিটি সুপ্রিম কোর্টেও দেখানো হয়েছিল। সামাজিক পটভূমিতে তৈরি ছবিটি অস্কারের জন্য মনোনীত হওয়াকে স্বপ্নপূরণ বলেই বর্ণনা করেছেন পরিচালক।সংবাদ সংস্থা পিটিআই-কে কিরণ রাও অস্কারে নির্বাচিত হওয়া ‘লাপাতা লেডিজ়’ ছবিটি নিয়ে তাঁর মনের কথা তুলে ধরেছেন। কিরণ রাও বলেন, লাপাতা লেডিজ় তাঁর জীবনের স্বপ্ন। যদি সত্যিই অস্কারের জন্য মনোনীত হয় এবং জয়লাভ করে, তবে সেটা তাঁর জীবনের স্বপ্নপূরণ। তিনি নিশ্চিত যে এটি একটি দুর্দান্ত চলচ্চিত্র হিসাবে প্রমাণিত হবে।

২০০১ সালে লাপাতা লেডিজ় ভারতের একটি গ্রামে বসবাসকারী দুই বধূর গল্প। যারা দুর্ঘটনাক্রমে ট্রেনে ভ্রমণ করার সময় হারিয়ে যায়। ছবিটির গল্প দর্শকদের ভীষণভাবে মন কেড়েছিল। এবং ছবিটি সমালোচকদের দ্বারাও প্রশংসিতও। শুধু তাই নয়, ছবিটি একটা সময় সুপ্রিম কোর্টে স্পেশাল স্ক্রিনিংয়ে দেখানো হয়েছিল এবং বিচারকরা সকলেই ছবিটির প্রশংসা করেছেন।
কিরণ রাও-এর লাপাতা লেডিজ় লিঙ্গবৈষম্য দূর করে কঠিন বাস্তবের মুখে দাঁড়িয়েও এক অনবদ্য বার্তা। এই ছবিতে রবি কিষাণ, নিতানশি গোয়াল এবং গীতা আগরওয়ালের মতো শিল্পীদের দেখা গিয়েছে। ছবিটি দেশে-বিদেশে জনপ্রিয়তা লাভও করেছে এবং বহু পুরস্কারও জিতে নিয়েছে। এবার কিরণ রাও-এর এই ছবি অস্কার-এর স্বপ্নপূরণ হয় কি না, সেটাই দেখার।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author