অ্যাকাউন্ট হ্যাক করে ট্যাবের টাকা চুরি! মালদহ থেকে গ্রেফতার ১
ট্যাবের টাকা হাতানোর অভিযোগে মালদহ থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল বর্ধমান জেলা পুলিশ। মঙ্গলবারই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
অ্যাকাউন্ট হ্যাক করে পড়ুয়াদের টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে খবর। আজ, মঙ্গলবার বর্ধমান আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে সাতদিনের পুলিসি হেফাজতের আবেদন জানিয়েছে আদালত। ইতিমধ্যে চক্রের আরোও পান্ডাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস।
পুলিস সূত্রে জানা গিয়েছে, মালদহে ধৃত ব্যক্তির নাম হাসেম আলি। মালদহের বৈষ্ণবনগরের বাসিন্দা। একটি সাইবার ক্যাফে রয়েছে তার। এছাড়াও কম্পিউটারের একাধিক কোর্স করেছে সে। এই ঘটনার সঙ্গে শুধু হাসেম আলি নয় আরও একাধিক ব্যক্তি এই চক্রের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। এই যুবকের বিরুদ্ধে ট্যাপ কেলেঙ্কারিতে যুক্ত থাকার প্রমাণ মিলেছে বলে পুলিস সূত্রে খবর। অভিযোগ, রাজ্য সরকারের বাংলার শিক্ষা পোর্টাল হ্যাক করে ছাত্রদের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়েছে। পূর্ব বর্ধমানের যে ২৮ টি অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করা হয়েছিল, তার মধ্যে ২৫ টি অ্যাকাউন্টের টাকা ইতিমধ্যেই ফ্রীজ করা সম্ভব হয়েছে। প্রসঙ্গত, দিন কয়েক ধরেই পড়ুয়াদের ট্যাব কেনার জন্য টাকা অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। ‘তরুণের স্বপ্ন’ নামে ওই প্রকল্পে ট্যাব কেনার জন্য পড়ুয়াদের রাজ্য সরকারের তরফ থেকে ১০ হাজার টাকা দেওয়া হয়। অভিযোগ, সেই টাকা অনেক পড়ুয়াই পায়নি। পড়ুয়াদের ট্যাব কেনার টাকা কীভাবে, কার গাফিলতিতে অন্যের অ্যাকাউন্টে গেলো, তার তদন্তে নেমে শিক্ষা দফতর জানতে পারে, রাজ্যজুড়ে ৩০০-রও বেশি পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব হয়ে গিয়েছে। এরই তদন্তে নেমে একজনকে পাকড়াও করেছে পুলিস
+ There are no comments
Add yours