তৃণমূল ভবন সূত্রে খবর, আগামী শনিবার যুযুধান দুই শিবিরকে নিয়ে বৈঠকে বসতে চলেছেন তৃণমূলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী। তৃণমূল ভবন কিংবা নৈহাটির দলীয় কার্যালয়ে এই বৈঠক হতে পারে। রাজ্য সভাপতি যেখানে চাইবেন, সেখান এই বৈঠক হবে। বৈঠকে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে ব্যারাকপুরের সাংসদ ও জগদ্দলের বিধায়ককে।
আরো পড়ুন : চা নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট, সতর্ক করল টি-বোর্ড
সাংসদ-বিধায়ক-বক্সী ছাড়াও এই বৈঠকে থাকবেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক তৃণমূলের জেলা সভাপতি তাপস রায়। তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে, ওই বৈঠকে থাকতে পারেন নৈহাটির বিধায়ক তথা রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। এক সময় পার্থ তৃণমূলের ওই জেলা সংগঠনের সভাপতি ছিলেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পরেই তাঁকে ওই জেলার সভাপতির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
jব্যারাকপুরের রাজনীতির কারবারিদের একাংশের কথায়, অর্জুন-সোমনাথ দ্বন্দ্বে সেচমন্ত্রী রয়েছেন জগদ্দল বিধায়কের পাশে। তাই তাঁকেও ওই বৈঠকে থাকতে বলা হয়েছে।