আজ কালীপুজো, অমাবস্যা কখন লাগছে? কতক্ষণ থাকবে জেনে নিন পুজোর নির্ঘণ্ট
কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হয় কালী পুজো বা শ্যামা পুজো। দেশের বিভিন্ন প্রান্তরে, প্রায় মাস খানেক আগে থেকে শুরু হয় কালী পুজোর প্রস্তুতি।
মন্দিরে ছাড়াও যাদের বাড়িতে কালীপুজো হয়, তারাও বেশ কিছুদিন আগে থেকেই লেগে পড়েন কালী পুজোর কাজে। বাংলায় কালীপুজোকে দীপান্বিতা পুজো বা দীপাবলিও বলা হয়ে থাকে। যদিও অনেকে দীপাবলিতে লক্ষ্মী -গণেশের পুজো করেন। জানুন এবছরের কালী পুজোর দিনক্ষণ, শুভ সময় ও অমাবস্যা তিথি ।
কালীপুজো ২০২৪ -এর নির্ঘণ্ট : কালীপুজোর তারিখ – ৩১ অক্টোবর (১৪ কার্তিক), বৃহস্পতিবার।
প্রথা মেনে কালীপুজোর রাতে মায়ের নিশি পুজো করা হয়। এদিন অগণিত ভক্তরা মন্দির প্রাঙ্গনে একত্রিত হন, সেদিন উপবাস করেন সারাদিন। এরপর রাতে মা কালীর পুজো দেন এবং পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের প্রসাদ খেয়ে উপবাস ভাঙ্গেন।
জানা গিয়েছে, এবছর ৩১ শে অক্টোবর দুপুর ৩টে ৭ মিনিটে শুরু হবে অমাবস্যা তিথি। এরপর ১লা নভেম্বর সন্ধ্যা ৫টা ৮ মিনিট পর্যন্ত থাকবে অমাবস্যা। তবে এ নিয়ে ইতিমধ্যেই নানান মত সামনে এসেছে। অনেকের মতে, ৩১ অক্টোবর দুপুর ৩ টে ৫২ মিনিটে পড়বে অমাবস্যা। পরের দিন ১ অক্টোবর দুপুর ১২ টা ৪৮ মিনিটে শেষ হবে। শাস্ত্র মতে, কালীপুজোর শুভ মুহূর্ত ৩১ অক্টোবর রাত ১১ টা ৪৮ মিনিটে শুরু হবে। এরপর তা থাকছে পরের দিন, ১লা নভেম্বর দুপুর ১২ টা ৪৮ মিনিট পর্যন্ত।
এপার বাংলার বাঙালিরা, যারা কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীপুজো করেন না, তাঁরা অনেকেই কার্তিক অমাবস্যায় মা লক্ষ্মীর পুজো করেন। অমাবস্যা তিথিকে পূজিতা হন দেবী লক্ষ্মী এবং গণেশ। এই পুজোকে দীপান্বিতা লক্ষ্মীপুজো বলা হয়। অবাঙালিরা এদিন লক্ষ্মী ও গণেশের পুজো করেন।
+ There are no comments
Add yours