আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া, টিপ টিপ না অঝোরে ঝরবে বৃষ্টি?
#WestBengalNews#kolkatanews#rain#rainydays#asianews
রবিবার ভোর থেকে আকাশ মেঘলা থাকলে এখন বৃষ্টি হয়নি শহরে। তবে বেলা বাড়লে মাঝারি বৃষ্টি হবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
আলিপুর আবহাওয়া দফতরের সূত্রে খবর,রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলিসিয়াস। আকাশ মেঘলা থাকার পাশাপাশি মাঝারি বৃষ্টিও হবে।
শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থাকা ৩.১ ডিগ্রি কম। সর্বনিম্ন ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম। শনিবার সকাল সাড়ে আটটা থেকে রবিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত মহানগরে বৃষ্টি হয়েছে ৩৪.২ মিলিমিটার। এই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। আর শনিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত পরিমাণ ছিল ৮৭ শতাংশ।