আজ গণেশ চতুর্থী, দেশ জুড়ে পালিত হচ্ছে এই মহা উৎসব। জানেন কি কিভাবে গণেশ পুজোর আরাধনা করলে পাবেন সিদ্ধিদাতার আশীর্বাদ?

#CelebrateGaneshChaturthi#asianews

আজ, শনিবার পালিত হচ্ছে গণেশ চতুর্থী। এই গণপতি উ‍ৎসব ভাদ্রমাসের অন্যতম গুরুত্বপূর্ণ পঞ্জিকা মতে চতুর্থী তিথি আরম্ভ হয়েছে শুক্রবার, ৬ সেপ্টেম্বর দুপুর ১২টা ১৬ মিনিট ৪৬ সেকেন্ডে। থাকবে ৭ সেপ্টেম্বর, শনিবার দুপুর ২টো ১২ মিনিট ৪৯ সেকেন্ড গণেশ ঠাকুরের পুজোয় নিবেদন করুন লাল এবং হলুদ ফুল৷ তাঁর পুজোয় অত্যন্ত প্রয়োজনীয় গণপতি পুজোয় নিন মোট ২১ গাছি দূর্বা৷ সেগুলি ৭ টি করে মোট ৩ ভাগে ভাগ করতে হবে৷ তার পর বিগ্রহের ডান ও বাম কাঁধে একটি করে দূর্বাগাছি এবং তৃতীয় দূর্বাগুচ্ছ রাখুন গণপতির সিদ্ধিদাতা বিনায়কের পুজোর প্রসাদে নিবেদন করুন মোদক এবং লাড্ডু৷ দিতে পারেন নারকেল বা অন্য কোনও উপকরণে তৈরি বাড়িতে গণপতির পুজো হলে উপবাস ব্রত পালন করুন৷ পুজো শেষ হলে সাত্তিক আহারে উপবাস ভঙ্গ করুন৷

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author