আজ মহারাষ্ট্র ও ঝাড়খন্ড দুই বিধানসভার সরকার গঠনের ভোট
আজ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন। এরই সঙ্গে আজ ঝাড়খণ্ডের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এছাড়া আজ উত্তরপ্রদেশের ৯টি বিধানসভা আসনের উপনির্বাচন। এছাড়া কেরল, উত্তরাখণ্ড এবং পাঞ্জাবের আরও ৬ আসনের বিধানসভা নির্বাচন।
ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, মহারাষ্ট্রে সকাল ৯টা পর্যন্ত ৬.৬১ শতাংশ ভোট পড়েছে। একদিকে শরদ পাওয়ার বনাম অজিত পাওয়ারের এনসিপির লড়াই। অপর দিকে কংগ্রেস বনাম বিজেপির যুদ্ধ। মহারাষ্ট্রে আজ এক দফায় মোট ২৮৮টি আসনে ভোট হচ্ছে। সকাল থেকেই মহারাষ্ট্রের বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে লম্বা লাইন।
সকাল সাতটার থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ এবং চলবে সন্ধ্যে ছটা পর্যন্ত।
মহারাষ্ট্রের ভোটে উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন – একনাথ শিন্ডে (কোপরি-পাচপাখাড়ি), অজিত পওয়ার (বারামতী), বিজেপির দেবেন্দ্র ফডণবীস (নাগপুর দক্ষিণ-পশ্চিম), উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য (ওরলি), প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলে (সাকোলি) এবং শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি(এসপি)-র পরিষদীয় দলনেতা জিতেন্দ্র আওয়াড় (মুমব্রা-কালওয়া)।
মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ন’কোটি ৭০ লক্ষেরও বেশি। তাঁরা ৪১৩৬ জন প্রার্থীর জয়-পরাজয় নির্ধারণ করবেন। ভোট গণনা হবে ২৩ নভেম্বর।
অন্যদিকে ঝাড়খণ্ডের ৮১টি বিধানসভা আসনের মধ্যে প্রথম দফায় গত ১৩ নভেম্বর ৪৩টিতে ভোটগ্রহণ হয়েছিল। আজকে নির্বাচন হোচ্ছে বাকি ৩৮টি আসনে। দ্বিতীয় দফার ভোটে গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (বরহেট), তাঁর স্ত্রী কল্পনা (গাঁডেয়), ভাই বসন্ত (দুমকা), বিজেপির রাজ্য সভাপতি বাবুলাল মরান্ডি (ধনওয়ার) এবং প্রাক্তন হেমন্তের বৌদি তথা বিজেপি নেত্রী সীতা (জামতাড়া)।
মোট ১.২৩ কোটি ভোটাররা এই রাজ্যের সরকার নির্ধারণ করবে। এই রাজ্যে লড়াই ইন্ডিয়া জোট বনাম বিজেপির নেতৃত্বে থাকা এনডিএ জোট এর মধ্যে।