আদালতে ফের ধাক্কা সন্দীপ ঘোষের। মেডিকেল রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ
আদালতে ফের ধাক্কা খেলেন সন্দীপ ঘোষ।
প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁর রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত আপাতত বহালই থাকছে। নিজের বক্তব্য পেশ করার কোন সুযোগই পাননি, এই যুক্তিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন সন্দীপ ঘোষ।দ্রুত শুনানির আর্জি জানান সন্দীপ ঘোষের আইনজীবী। তবে, আপৎকালীন পরিস্থিতিতে এই মামলার গুরুত্ব ওতো নেই, এই মুহূর্তেই মামলার শুনানির দ্রুততার প্রয়োজন নেই -জানালেন বিচারপতি পার্থসারথি সেন। পুজোর ছুটির পরে এই শুনানি হবে বলে জানান বিচারপতি।
আর্থিক দুর্নীতি মামলায় প্রথমে গ্রেফতার করা হয়েছিল সন্দীপকে। তারপর আরজি করে চিকিৎসক-পড়ুয়া খুন ও ধর্ষণের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে সিবিআই গ্রেফতার করে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে।অন্য দিকে, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আরজি কর হাসপাতালের সাসপেন্ড হওয়া ৫১ জন জুনিয়র চিকিৎসক।হাসপাতালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েই তাঁদের মামলা। বিচারপতি পার্থসারথি সেনের দৃষ্টি আকর্ষণ করলে তিনি মামলা দায়েরের অনুমতি দেন।