আমার জীবন’, অদিতির জন্মদিনে অদেখা ছবি পোস্ট করে শুভেচ্ছা সিদ্ধার্থের
‘আমার জীবন’, অদিতির জন্মদিনে অদেখা ছবি পোস্ট করে শুভেচ্ছা সিদ্ধার্থের
৩৮ পূর্ণ করলেন অদিতি রাও হায়দারি। মিষ্টি শুভেচ্ছাবার্তা সিদ্ধার্থের। লিখলেন.
সদ্য বিয়ে সেরেছেন সিদ্ধার্থ ও অদিতি রাও হায়দারি। বিয়ের পর প্রথম জন্মদিন। প্রিয় মানুষকে তাই ভালোবাসায় ভরালেন ‘রং দে বসন্তি’ অভিনেতা। সোশ্যাল মিডিয়া পোস্টে লিখলেন মাত্র একটি বাক্য কিন্তু তাতেই স্পষ্ট মনের টান। স্ত্রীকে নিযে কী লিখলেন তিনি?
২৮ অক্টোবর জন্মদিন ছিল অদিতির। সোমবার, রাতের দিকে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দু’টি সাদা কালো ছবি পোস্ট করেন অভিনেতা। প্রথমটি অদিতির একার, চুল ঠিক করছেন নায়িকা। পরের ছবিটিতে হাজির সিদ্ধার্থও। বিয়ের দিনেই তোলা ছবি। বাহুডোরে বেঁধেছেন সদ্য বিবাহিতা স্ত্রীকে। অদিতির মুখে চওড়া হাসি। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন, ‘আমার গোটা জীবন! শুভ জন্মদিন। আই লভ ইউ।’ পোস্টের কমেন্ট বক্সেই শুভেচ্ছা জানান রিচা চাড্ডা।
দিন কয়েক আগেই একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বিমানবন্দরে দম্পতি পাপারাৎজ়িদের ক্যামেরাবন্দি হন। সেখানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজ় দিতে দেখা যায় অদিতিকে, কিন্তু সকলকে এড়িয়ে চলে যান সিদ্ধার্থ। এমনকী অদিতি অপেক্ষায় থাকলেও সিদ্ধার্থ এগিয়ে যান। ফলে নেটদুনিয়ায় প্রশ্ন ওঠে, তাহলে কি সম্পর্কে চিড় ধরল নবদম্পতির? যদিও যে কোনও সম্পর্কে মনোমালিন্য তো চলতেই থাকে। তবে স্ত্রীয়ের জন্মদিনে সিদ্ধার্থের আদুরে পোস্ট সেই জল্পনায় জল ঢেলেছে।