আরজি করের ঘটনার মধ্যেই উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন মমতা!
#GovernmentResponse#asianewsMamata Banerjee#TMC#TMCWestBengal
আরজি করের ঘটনায় উত্তাল বাংলা সহ গোটা দেশ। সময় যত গড়াচ্ছে পরিস্থিতি ততই জটিল হচ্ছে। যা নিঃসন্দেহে চাপ বাড়াচ্ছে রাজ্য সরকারের উপর। আর এই প্রেক্ষাপটে উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৯ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার নবান্ন সভাগৃহে এই বৈঠক হবে বলে জানা যাচ্ছে।নবান্ন সূত্রে জানা গিয়েছে, নবান্ন সভাঘরে আগামী সোমবার বেলা ১টার সময় মুখ্যমন্ত্রী এই পর্যালোচনা বৈঠক করবেন।যেখানে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ সমস্ত জেলার পুলিশ প্রশাসনকে থাকতে বলা হয়েছে। ভার্চুয়ালের মাধ্যমে এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে সমস্ত জেলার জেলাশাসক এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের।
বৈঠকে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে এছাড়াও
হাসপাতালের পরিকাঠামো উন্নত করা, রোগীদের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় সুবিধা, সরঞ্জাম উন্নত করা হাসপাতালের অপারেশন এবং ব্যবস্থাপনাকে স্ট্রিম লাইন করা এছাড়া হাসপাতালে চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোন সমস্যা না হয় সেই দিকেও যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না সেই বিষয়ে নজরদারি দেওয়া, এই সমস্ত বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।