আরজি কর কাণ্ডের বিচার চেয়ে আজ বামেদের ডাকে সিজিও কমপ্লেক্স অভিযান
আর জি কর-কাণ্ডে ন্যায়-বিচার এবং ‘বৃহত্তর ষড়যন্ত্র’ উন্মোচনের দাবিতে আজ, বৃহস্পতিবার সিবিআই দফতর অভিযানের ডাক দিয়েছে সিপিএমের রাজ্য কমিটি। উল্টোডাঙার হাডকো মোড়ে জমায়েত করে মিছিল নিয়ে বিধাননগরের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরের দিকে যাওয়ার পরিকল্পনা তাদের। মিছিলে রয়েছেন সিপিএমের রাজ্য নেতৃত্বের একাধিক ব্যাক্তিত্ব । তাঁদের মতে, প্রাথমিকচার্জশিটে সিবিআই শুধু সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের নাম দিয়েছে। অথচ এত বড় ঘটনায় শুধু এক জনই অপরাধী, এ কথা বিশ্বাস করা শক্ত। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বক্তব্য, ‘‘রাজ্য বা কেন্দ্রের যে সংস্থাই হোক, যদি পেশাদারি দক্ষতা ছেড়ে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর মুখের দিকে তাকিয়ে রাজনৈতিক নির্দেশে কাজ করে, তা হলে কোনও দিনই সেটা সফল হতে পারে না। আমরা তাই গোড়া থেকেই কর্মরত বিচারপতির নেতৃত্বে বিচারবিভাগীয় তদন্ত চেয়েছিলাম। কিন্তু ঘটনার পরেই তাৎক্ষণিক ভাবে নির্যাতিতার বাবা-মা সিবিআইকে তদন্ত-ভার দেওয়ার আর্জি জানিয়েছিলেন। আমরাও তাই আপত্তি করিনি।’’ কিন্তু এখন তদন্তের ১০০ দিন পেরিয়ে গিয়েছে। তাই ‘আরও কত সময় চাই, জবাব দাও সিবিআই’— এই স্লোগান দিয়ে মিছিল এগিয়ে চলেছে সিজিও কমপ্লেক্সের দিকে।শহরে আর জি কর হাসপাতালের ঘটনার পরে বামফ্রন্ট এবং সিপিএমের ডাকে দু’বার লালবাজার অভিযান হয়েছিল। লালবাজারের অদূরে রাতভর অবস্থানও চলেছিল। বামফ্রন্টের ডাকে মিছিল হয়েছিল মধ্য কলকাতা থেকে শ্যামবাজার পর্যন্ত। আবার সিপিএমের ছাত্র, যুব ও মহিলা সংগঠন শ্যামবাজারে লাগাতার ধর্না কর্মসূচি নিয়েছিল। তবে আর জি কর-কাণ্ডে বামেদের সিবিআই অভিযান এই প্রথম।
আরজি কর কাণ্ডে অপরাধীদের গ্রেফতার করে যতদিন উপযুক্ত ব্যবস্থা হচ্ছে, ততদিন পর্যন্ত আন্দোলন চলবে বলে দাবি বাম সংগঠনের। পশ্চিমবঙ্গের নারী স্বাধীনতা ও নিরাপত্তা সুনিশ্চিত করার পক্ষে সওয়াল করেন বাম সংগঠন ।