আর জি কর কাণ্ডের মামলার দিন ঘোষণা সুপ্রিম কোর্টে। প্রতীক্ষার অবসান
বৃহস্পতিবারই সিবিআই আরজি কর মামলার তদন্তে বেশ কিছু অগ্রগতি ঘটিয়েছে। নির্যাতিতার মা-বাবাও অভিযোগ করেছেন পুলিশের চাপে পরে ভিডিওতে বাধ্য হয়েছেন বলতে যে তাদের কেউ টাকা দেওয়ার অফার দেয়নি
আর জি কর মামলা কবে শুনবে তা সুপ্রিম কোর্ট জানিয়ে দিল। ৫ ই সেপ্টেম্বর বৃহস্পতিবার এই মামলার শুনানি ছিল কিন্তু প্রধান বিচারপতি না থাকায় এই মামলার শুনানির দিন পিছিয়ে যায়। শুনানির দিন পিছিয়ে যাওয়ায় প্রতিবাদীদের মধ্যে তীব্র খুব দেখা যায়। তারপরেই বৃহস্পতিবারই সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দেওয়া হয় এই মামলার পরবর্তী শুনানি কবে?
এই মামলার শুনানি কি হবে ?সেই দিকে গোটা দেশ মুখিয়ে ছিল। কিন্তু বুধবার সন্ধ্যায় শীর্ষ আদালত এ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে,তাতে স্পষ্ট করে দেয় যে, বৃহস্পতিবার শুনানি হবে না। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বৃহস্পতিবার বসবে না।সুপ্রিম কোর্টের এই বেঞ্চে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের পাশাপাশি রয়েছেন বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র। মামলার তারিখ পিছিয়ে যাওয়াই আন্দোলনরত চিকিৎসকরা, নির্যাতিতার বাবা-মা ভেঙে পড়েছিলেন,। অনেক চিকিৎসক আন্দোলনকারীরা বিক্ষোভও দেখিয়েছিলেন দিন পিছিয়ে যাওয়ায়। কিন্তু বৃহস্পতিবার দিনই সুপ্রিম কোর্টে আগামী মামলার দিন ঘোষণা করল।আদালত জানিয়েছে, শুনানি হবে আগামী সোমবার, ৯ সেপ্টেম্বর।