আর জি কর হাসপাতালে নির্যাতিতার বিচার চেয়ে সারা শহর, সারা দেশে বিক্ষোভ নিয়ে তোলপাড় চলছে৷ সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, বিদগ্ধ মানুষ সকলেই নিজের মতো করে প্রতিবাদ করছেন বার বার
এই ঘটনার পরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ও মুখ খুলেছিলেন, কিন্তু তারপরেই আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় সারা শহর, সারা দেশে বিক্ষোভের তোলপাড় চলছে৷ এই নিয়ে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, বিদগ্ধ মানুষ সকলেই নিজের মতো করে প্রতিবাদ করছেন৷
সৌরভ গঙ্গোপাধ্যায় এই বিষয় নিয়ে বক্তব্য রেখেছিলেন, কিন্তু তারপরেই জনতার রোষের মুখে পড়েন দাদা৷ বারবার তাঁকে প্রশ্ন করা হলে বলা হয় তিনি একজন মেয়ের বাবা, তিনি কী ভাবছেন? বিষয়টি ক্রমশ জটিল থেকে জটিলতর হয়। অবশেষে মুখ খুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি বলেন
“গত রবিবার আমি এই বিষয়ে মুখ খুলে ছিলাম। আমি জানিনা আমার বক্তব্যের কি ব্যাখ্যা হয়েছে। আবারও বলছি এই ঘটনা ভয়ঙ্কর ঘটনা। দোষীদের এমন শাস্তি হোক যাতে ভবিষ্যতে এরকম ঘটনা কেউ ঘটাতে না পারে।’’
তিনি আরও বলেন, ‘‘তদন্ত চলছে, আশা করব দোষীকে চিহ্নিত করে তার শাস্তি হবে। যেভাবে মানুষ প্রতিবাদ করছেন এ ঘটনা পৃথিবীর যেকোন প্রান্তে হলে এভাবেই মানুষ গর্জে উঠতেন।”