আর জি কর কাণ্ডে জামিনের বিরোধিতা, সিবিআইকে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার দাবিতে ধর্মতলায় ধরনা

আর জি কর কাণ্ডের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে অসন্তোষ বাড়ছে, বিশেষত গত শুক্রবার আর জি কর হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর হওয়ার পর। এই জামিনের বিরোধিতা করে এবং সিবিআইকে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার দাবিতে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ১৭ থেকে ২৬ ডিসেম্বর ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে বিক্ষোভ মঞ্চ তৈরি করতে চলেছে। এই বিষয়ে কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মাকে ইমেল পাঠানো হয়েছে এবং পুলিশ অনুমতি না দিলে, আদালতের দ্বারস্থ হওয়ারও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।চিকিৎসকদের দাবি, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে ছেড়ে দেওয়ার আগে যথেষ্ট তথ্যপ্রমাণ থাকা সত্ত্বেও কেন তাদের জামিন দেওয়া হলো, তা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। তাদের আরও অভিযোগ, রাজ্য সরকার এই দুই ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট পেশ করতে অনুমোদন দিচ্ছে না। এই অবস্থায়, তারা প্রতিবাদ হিসেবে ধর্মতলায় ধরনায় বসতে যাচ্ছেন।গত ৯ আগস্ট আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর তদন্ত শুরু হয়, এবং মাসখানেক পর তথ্যপ্রমাণ আড়াল করার অভিযোগে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল ও অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেপ্তার হন। তবে, ৯০ দিনেও তাদের বিরুদ্ধে চার্জশিট পেশ না হওয়ায় ১৩ ডিসেম্বর শিয়ালদহ আদালত তাদের জামিন মঞ্জুর করে। এই জামিন দেওয়ার পর চিকিৎসকদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেয়, এবং তারা দাবি করেছেন যে সিবিআইয়ের তদন্তে স্বচ্ছতার অভাব রয়েছে। এদিকে, বিচারের দাবিতে *এসএফআই* এবং *ডিওয়াইএফআই* যৌথভাবে ১৭ ডিসেম্বর মিছিলের ডাক দিয়েছে। বিকেল ৪টেতে দীনেশ মজুমদার ভবনে জমায়েত হয়ে মিছিল শুরু হবে।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours