আর জি কর কাণ্ডের প্রতিবাদে আজ ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে এসইউসিআই । এসিইউসিআই ধর্মঘট ঘিরে জেলায় জেলায় উত্তেজনা ছড়িয়েছে। হাওড়া স্টেশন সূত্রে খবর, পূর্ব ও দক্ষিণ-পূর্ব দুটি শাখাতেই ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।এখনও পর্যন্ত কোনও রেল স্টেশনে কোনও অবরোধের ঘটনা ঘটেনি। এরফলে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। নির্ধারিত সময়েই লোকাল ও দূরপাল্লার ট্রেন ছেড়ে গিয়েছে। যেই ট্রেনগুলি হাওড়ায় পৌঁছনোর কথা ছিল, সেগুলি নির্ধারিত সময়েই ঢুকেছে। পাশাপাশি এখনও অবধি পাওয়া খবরে, উল্টোডাঙায় স্বাভাবিক রয়েছে অটো-বাস-ট্যাক্সি পরিষেবা। যদিও জেলায় জেলায় ব্যাহত বাস পরিষেবা।
তবে জলপাইগুড়িতে ধর্মঘটের প্রভাব সব থেকে বেশি। এখানের বেশিরভাগ দোকান পাট বন্ধ। বেসরকারি বাস পরিষেবা বন্ধ। ডুয়ার্সের উদ্দেশ্যে কোন বেসরকারি বাসও চলছে না।পুলিশি নিরাপত্তায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থায় ডিপো থেকে সরকারি বাস চলাচল করছে। বীরভূমে বন্ধ বাস পরিষেবা। মেদিনীপুর কলেজের সামনে উত্তেজনা। এসইউসিআই কর্মীদের সঙ্গে টিএমসিপি সমর্থকদের বচসা, ঠেলাঠেলি। এসইউসিআই কর্মীরা ধর্মঘট সফল করার চেষ্টা করলে বচসা শুরু। পরে পুলিশ এসে দুপক্ষকেই সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।দক্ষিণ ২৪ পরগণার জয়নগরে, দক্ষিণ বারাসাত এলাকায় কুলপি রোড অবরোধ। বহড়ুবাজারেও রাস্তা অবরোধ। ক্যানিংয়ে ধর্মঘটের সমর্থনে মিছিল। রায়দীঘিতে পিকেটিং এসইউসিআই কর্মীদের।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author