আর জি কর কাণ্ডে ধৃত সঞ্জয় ছিলো সিভিক ভলেন্টিয়ার কেন হাসপাতালে চুক্তি কর্মী নিয়োগ প্রশ্ন উঠল সুপ্রিম কোর্টে
#JuniorDoctorsStrike
#IndiraJaisingh
#SupremeCourtHearing
#HealthcareReform
#HospitalSecurity
#RGKarCase
#MedicalStaffConcerns
#CourtOrder
#DoctorsProtest
#WestBengalHealthcare
#DoctorSafety
#HospitalSecurityDebate#RGKarProtest#rgkarmedicalcollege#RGKarMedicalCollegeandHospital#rgkar#asianews#asianewslive
গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেও এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা কাজে যোগদান করেননি। মঙ্গলবার দিন সুপ্রিম কোর্টে এই বিষয় নিয়েও আলোচনা চলে সেদিন। জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ হাসপাতালে যুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন এবং সেখানে চক ধর্ষণ ও খুনের ঘটনার প্রসঙ্গে সঞ্জয় রায়ের কথা তোলেন। তিনি হাসপাতালে প্রশিক্ষিত পুলিশ কর্মী নিয়োগের কথা জানান। সুপ্রিম কোর্টের আদেশের বড় যে জুনিয়র ডাক্তাররা কাজে যোগদান করেননি এই বিষয়ে আলোচনা উঠে, এতে জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জানান কর্মবিরতি নিয়ে রাজ্য সরকার যে দাবি করছে, তা বিভ্রান্তিকর। সিনিয়র ডাক্তাররা অতিরিক্ত সময় কাজ করে পরিস্থিতি সামাল দিচ্ছেন। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে রোগী মৃত্যু নিয়ে সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে রাজ্য যে তথ্য দিচ্ছে, তাও অসত্য বলে জানান তিনি। এদিন জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার বিষয়ে নিরাপত্তার বিষয়টিও নিয়ে প্রশ্ন তোলেন সিনিয়র ডাক্তারদের আইনজীবী। তিনি জানান, বেসরকার সংস্থার ১ হাজার ৫১৪ নিরাপত্তারক্ষী হাসপাতালগুলিতে মোতায়েন রয়েছে, যা আপত্তিজনক। এদের জায়গায় পুলিশকর্মী নিয়োগ করা হোক বলে দাবি করেন ইন্দিরাও। জুনিয়র ডাক্তাররাও কাজে ফিরতে চান বলে জানান তিনি।