আর জি কর কাণ্ড নিয়ে ভুয়ো তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়ানো রুখতে কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের। এবারে আর জি করের কোন ঘটনার সত্যতা যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করলে কলকাতা পুলিশ নোটিশ ধরাবে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। আরজিকরের এই নৃশংস হত্যাকান্ডে বেশ কয়েকজন প্রবীণ যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন নেট দুনিয়ায় যেভাবে বহু তথ্য ঘুরছে তাতে রীতিমতো অসন্তুষ্ট প্রবীণ দল।
আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় নিন্দায় সরব সমাজের সমস্ত মহল। একজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত করছে কলকাতা পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন দোষীদের কঠোরতম শাস্তির আবেদন করা হবে। মৃত্যুদণ্ড চেয়েছেন তিনি। কিন্তু, তারপরেও সোশ্যাল মিডিয়ায় একাধিক তথ্য ইতি উতি ঘুরে বেড়াচ্ছে। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে, তা এখন নেটিজেনদের কাছে জটিল ধাঁধা। সম্প্রতি আরজি করে গিয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ভুয়ো তথ্য নিয়ে সতর্কও করেছিলেন। কিন্তু এবার আরো কড়া ও কঠিন পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুলিশ প্রশাসন। যারা ফেসবুক বা অন্য কোন সোশ্যাল মিডিয়ায় পারফর্মে ভূতত্ত্ব ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে নোটিশ জারি করা হবে লালবাজারে তরফে। পুলিশ সূত্রে জানা গেছে এখনো পর্যন্ত ১৫ জনকে চিহ্নিত করা হয়েছে বিভ্রান্তিমুলক তথ্য ছড়ানোর ক্ষেত্রে। তাদেরকে কলকাতা পুলিশ নোটিশ পাঠাবে।