ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আর জি কর কান্ডে নিহত চিকিৎসকের ছবি, ভিডিও ক্লিপ সহ নাম ঠিকানা সরিয়ে ফেলতে বলেছে। অবিলম্বে এই নির্দেশ কার্যকর করতে সোশ্যাল মিডিয়া কোম্পানীগুলিকে বলা হয়েছে। সঠিক ভাবে এই নির্দেশ মানা হচ্ছে কি না তথ্য প্রযুক্তি মন্ত্রকের সাইবার আইন বিভাগকে সেই বিষয়ে জানাতেও অনুরোধ করা হয়েছে সুপ্রিম কোর্টের এই নির্দেশ অমান্য করলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। সুপ্রিম কোর্টের রায় না মানলে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে বিধিবদ্ধ পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছে মন্ত্রক। ২০ আগস্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সহ বিচারপতি পাদরিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের নির্দেশেও জানানো হয়েছে যে নির্যাতিতা চিকিৎসকের নাম ,ছবি এমনকি দেহ উদ্ধারে পরের ছবি, ভিডিও-অডিও ক্লিপ সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফ্রম ও ইলেকট্রনিক মিডিয়া সব যায়গা থেকে যেন মুছে ফেলা হয়। আইন অমান্য করলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
Asia News
https://asianewslive.in
Asia News is a digital news platform that brings Asia to the global online audience.