আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, নেপথ্যে বান্ধবীর সঙ্গে মনোমালিন্য? উঠে আসছে সব চাঞ্চল্যকর তথ্য
আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতের নাম আবদুল রহমান। ২৪ বছর বয়সী এই পড়ুয়ার বাড়ি মালদার বৈষ্ণবনগরে। সোমবার রাত সাড়ে সাতটার সময় বিশ্ববিদ্যালয়ের হস্টেলের ১৮ তলা থেকে আবদুলের দেহ উদ্ধার হয়।তৃতীয় বর্ষের পড়ুয়া আবদুল আলিয়া বিশ্ববিদ্যালয়ের হস্টেলে থেকেই পড়াশোনা করতেন। গতকাল সন্ধ্যায় হস্টেলের ঘরে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান বন্ধুরা। সঙ্গে সঙ্গে টেকনোসিটি থানায় খবর দিলে পুলিশ ছুটে আসে। মৃতদেহ উদ্ধার করে রেকজুয়ানি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। পুলিশের প্রাথমিক অনুমান, প্রেমিকার সঙ্গে মনোমালিন্য হয়েছিল আবদুলের। তার জেরেই আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কিছু রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে, বলছে পুলিশ। প্রয়োজনে আবদুলের বন্ধুদেরও জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ।
মৃত পড়ুয়ার পরিবারকে খবর দেয় পুলিশই। পরিবারের তরফে এখনও কোনও অভিযোগ জানানো হয়নি। তবে অস্বাভাবিক মৃত্যুর ঘটনার মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে ।
+ There are no comments
Add yours