ইডেন গার্ডেন্সে প্রবেশ নিয়ে বিতর্ক, সিএবি সদস্যকে আটকানোর ঘটনায় ক্ষোভ
ইডেন গার্ডেন্সে প্রবেশের নতুন কড়াকড়ি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। সিএবি (CAB) প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের নির্দেশে, ইডেন গার্ডেন্সে প্রবেশ করতে হলে ব্যক্তির পরিচয় ও উদ্দেশ্য রেজিস্ট্রারে নথিবদ্ধ করতে হবে। সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও এই নিয়মের আওতায় আসেন। এই নিয়ম নিয়ে সমালোচনা শুরু হয়, কিন্তু বিতর্ক তুঙ্গে ওঠে ২৯ নভেম্বর, যখন সিএবি-র জেলা প্রতিনিধি এক ব্যক্তিকে আটকিয়ে দেওয়া হয়।
ঘটনাটি ঘটে যখন সৌরভ গঙ্গোপাধ্যায়, সিএবি-র প্রাক্তন সভাপতি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের কিংবদন্তি, সঞ্জয় দাসের সঙ্গে দেখা করতে ইডেন গার্ডেন্সে যান। অভিযোগ, সৌরভের সঙ্গে দেখা করতে যাওয়া জেলা প্রতিনিধিদের একজনকে নিরাপত্তারক্ষী বাধা দেন। এর ফলে ওই প্রতিনিধি অপমানিত হন এবং অন্যান্য সিএবি সদস্যদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।
এই ঘটনার পর সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। শোনা যাচ্ছে, অভিযুক্ত শান্তনু সাহাকে সাময়িকভাবে সিএবি-তে আসতে নিষেধ করা হয়েছে। তবে শান্তনু এই অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন যে, ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার কারণে তিনি সিএবি-তে যাচ্ছেন না।
এই ঘটনায় সিএবি-র বাঁকুড়া জেলার প্রতিনিধি আশিস চক্রবর্তী বলেন, “এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।” তিনি আশা করেন যে, ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়ানোর জন্য সিএবি সচেষ্ট হবে
+ There are no comments
Add yours