ইশা গুহের ‘প্রাইমেট’ মন্তব্যে সমালোচনার ঝড়, ক্ষমা চাইলেন ইংরেজ ধারাভাষ্যকার
ভারতের তারকা পেসার জশপ্রীত বুমরাহকে ‘প্রাইমেট’ (আদিমানব) বলে মন্তব্য করায় সোশ্যাল মিডিয়ায় প্রবল সমালোচনার মুখে পড়েন ইংরেজ ধারাভাষ্যকার ইশা গুহ। গাব্বা টেস্টের দ্বিতীয় দিনে দুরন্ত বোলিং করে পাঁচ উইকেট নেন বুমরাহ। এর পর ব্রেট লি বুমরাহকে ‘বিশ্বের সেরা বোলার’ হিসেবে প্রশংসা করলে, ইশা গুহ বলেন, “হ্যাঁ, সে তো এমভিপি। তাই না? মোস্ট ভ্যালুয়েবল প্রাইমেট, জশপ্রীত বুমরাহ।” এ মন্তব্যের পর নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেন, এবং ইশার এই বক্তব্যকে অপমানজনক মনে করেন। এই বিতর্কের পরিপ্রেক্ষিতে সোমবার খেলা শুরুর আগেই প্রকাশ্যে ক্ষমা চেয়ে ইশা বলেন, “কাল আমি এমন একটা শব্দ ব্যবহার করেছি, যার অনেকরকম অর্থ হতে পারে। যদি কাউকে আঘাত করে থাকি, তাহলে আমি সত্যিই দুঃখিত। আমি সবসময় অপরকে সম্মান দেওয়ার বিষয়টিকে গুরুত্ব দিয়ে থাকি। আমি চাই না, ক্রিকেটে বৈষম্য কোনভাবেই স্থান পায়।” এছাড়া, ইশা গুহ বুমরাহের প্রশংসাই করতে চেয়েছিলেন বলেও দাবি করেন। তার এই ক্ষমা প্রার্থনার পর রবি শাস্ত্রী তাঁর আচরণকে সراہছেন, এবং বলা হয়েছে যে, এমন পরিস্থিতিতে ইশার দৃষ্টিভঙ্গি প্রশংসনীয়
+ There are no comments
Add yours