উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যল পরীক্ষার দিন ঘোষণা, স্কুলের নিয়মবিধিও প্রকাশ সংসদের
উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যল পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে পরীক্ষা। এর মধ্যেই রাজ্যের সব স্কুলগুলিকে প্রাকটিক্যাল পরীক্ষা নিয়ে নিতে হবে। ২৭ শে নভেম্বর সেন্টারগুলি থেকে প্রশ্ন এবং উত্তরপত্র বিলি করা হবে স্কুলগুলিকে সেখান থেকে সংগ্রহ করে নিতে হবে।শিক্ষা সংসদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সঙ্গীত, স্বাস্থ্য, শারীরশিক্ষা-সহ বাকি বিষয়গুলির পরীক্ষার জন্য বিভাগীয় শিক্ষক সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা নিতে পারবেন। যদি কোন বিষয়ে শিক্ষক স্কুলে না থাকে তবে অন্য কোন স্কুল থেকে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষককে এনে পরীক্ষা নিতে হবে।এর জন্য কাউন্সিলের সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসের অনুমতি নিতে হবে। এর জন্য বিষয় শিক্ষকের সম্মতি লাগবে, স্কুলের প্রধানশিক্ষকের নৌ অবজেকশন সার্টিফিকেট লাগবে। আমি কোন পড়ুয়া গতবারের প্র্যাকটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকে তাহলে তাকে আর নতুন করে প্র্যাকটিক্যাল পরীক্ষায় বসতে হবে না। পরীক্ষক এবং স্কুলের প্রধান শিক্ষকের সই উত্তর-পত্রে থাকলেই হবে।এবং স্কুলের প্রধানশিক্ষকের সই উত্তরপত্রে থাকলেই হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষার উত্তরপত্র এই পর্যায়ে কাউন্সিলে জমা দেওয়ার প্রয়োজন নেই। কাউন্সিল থেকে কোন নির্দেশ না পাওয়া পর্যন্ত সেগুলি রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী প্রধান শিক্ষকের নিরাপদ হেফাজতে রাখতে হবে।প্রয়োজন হবে তখন কাউন্সিল দ্বারা সংগ্রহ করা হবে। ৬ থেকে ৩১শে ডিসেম্বরের মধ্যে শিক্ষা সংসদের পোর্টালে উত্তর পত্র জমা করতে হবে।প্রজেক্ট মার্কসও কাউন্সিলে জমা দিতে হবে শুধুমাত্র অনলাইন মোডে। প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের উত্তরপত্রের হার্ড কপি জমা দেওয়ার জন্য কাউন্সিলের অফিসে আসার দরকার নেই।
এবার উচ্চমাধ্যমিকে লিখিত পরীক্ষা শুরু হবে ২০২৫ সালের ৩রা মার্চ। পরীক্ষা চলবে ১৮ মার্চ অব্দি। সকাল দশটা থেকে দুপুর 1 টা পর্যন্ত তিন ঘণ্টার পরীক্ষা হবে। ২০২৫ সালের মার্চে শেষবারের মতো বার্ষিক ব্যবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। কারণ পরবর্তী শিক্ষা বর্ষ অর্থাৎ ২০২৫ -২৬ থেকে সেমিস্টার পদ্ধতি চালু হবে.