উত্তরে হাওয়ার দাপট শুরু. আগামী পাঁচ দিন থাকবে এই হাড়কাঁপানো শীতের স্পেল। কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর
ধীরে ধীরে নামবে পারদ। উত্তুরে হাওয়া বইতে শুরু করেছে। আগামী পাঁচ দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে রাতের তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে চলে যাবে। উইকেন্ডে হাওয়া বদল। রাজ্যজুড়ে শীতের আমেজের সম্ভাবনা।সকালের দিকে সামান্য কুয়াশা ও ধোঁয়াশা। ঘন কুয়াশায় ঢাকবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকা। দৃশ্যমানতা কোথাও ৫০ মিটার ছুঁতে পারে। বাকি সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা-ধোঁয়াশা। দিনভর পরিষ্কার আকাশ। রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আজ বৃহস্পতিবার ও রবিবার দার্জিলিং এর পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
পুরুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস-এর ঘরে। ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঝাড়গ্রাম শ্রীনিকেতন পানাগড়।
কলকাতায় ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
আগামী এক সপ্তাহ একই রকম আবহাওয়া থাকবে ধীরে ধীরে কমবে তাপমাত্রা। শীতের আমেজ আসলেও জাঁকিয়ে শীত নয় নভেম্বরে।