উপনির্বাচনের ঘোষণা হতেই তৎপর কমিশন। নিরাপত্তা জোরদার করা হচ্ছে. শুরু কেন্দ্রীয় বাহিনীর নাকা চেকিং- বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা।
আগামী ১৩ ই নভেম্বর রাজ্যের কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন ভোট গ্রহণ হতে চলেছে ইতিমধ্যে দিন ঘোষণা করে দিয়েছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন। রাজ্যের পাঁচটি কেন্দ্রের সঙ্গে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়ায় ১২১ নম্বর আসন তথা হাড়োয়া বিধানসভা উপনির্বাচন ভোট গ্রহণ হবে।
ফলাফল ঘোষণা হবে ২৩শে নভেম্বর। আর ভোট গ্রহণের আগে নিরাপত্তা জোরদার করতে তৎপর হয়েছে নির্বাচন কমিশন। সম্প্রতি নির্বাচন কমিশন তথা হাড়োয়া ব্লক প্রশাসন এবং হাড়োয়া থানার যৌথ উদ্যোগে হাড়োয়া ঢোকার প্রবেশ মুখে বসানো হয়েছে সিসি ক্যামেরা।
পাশাপাশি নাকা চেকিংও শুরু করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী এই নাকা চেকিং শুরু করছে রাস্তায় সন্দেহভাজন কোন গাড়ি দেখলে গাড়ি থামিয়ে নাকা চেকিং চলছে । এর পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কে? কোথা থেকে আসছে? এবং কোথায় যাবে?। সমস্ত কিছু যাচাই করার পর গাড়িটিকে ছাড়া হচ্ছে। নির্বাচন কমিশন এবং হাড়োয়া থানার পুলিশ যৌথ উদ্যোগে প্রশাসন তথা কমিশনের এই তৎপরতা দেখে খুশি হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে গাড়ি চালকরা।
+ There are no comments
Add yours